RG Kar Case: আরজি কর কাণ্ড নিয়ে ফের সিবিআই চেয়ে হাই কোর্টে মামলা! বেরিয়ে আসবে বড় কোনও সত্যি?
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
RG Kar case: আরজি কর কাণ্ডে পুনরায় সিবিআই তদন্ত চেয়ে করা মামলা দায়ের হল। তবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যৌথ বেঞ্চের পর আবার কেন মামলা, এই নিয়ে প্রশ্ন তুলেছে খোদ হাই কোর্টেই।
কলকাতা: আরজি কর কাণ্ডে পুনরায় সিবিআই তদন্ত চেয়ে করা মামলা দায়ের হল। তবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যৌথ বেঞ্চের পর আবার কেন মামলা, এই নিয়ে প্রশ্ন তুলেছে খোদ হাই কোর্টেই।
একক বেঞ্চের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন খোদ হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষেরই। আদালতের তরফে জানানো হয়, আরজি কর মামলায় নজরদারি করছে উচ্চ আদালত, এই অবস্থায় ডিভিশন বেঞ্চের ব্যাখা প্রয়োজন। পরিবার ডিভিশন বেঞ্চের ব্যাখা নিয়ে এলে শুনানি হবে এই মামলার। এমনটাই জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ১৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।
advertisement
advertisement
বিচারপতি এই দিন বলেন, “দেশের সর্বোচ্চ আদালত এই মামলা দেখছে। এখন কেন আপনার বক্তব্য শুনব? এই অবস্থায় আপনার কী আবেদন সেটা খতিয়ে দেখতে পারি”। পরিবারের তরফে আদালতে দাবি করা হয়, সুপ্রিম কোর্ট কোনও নজরদারি করেনি, শীর্ষ আদালতের কোনও নির্দেশে এমন কথা বলা নেই। তখন আদলতের তরফে জানানো হয়, আগে মামলা সম্পর্কে ব্যাখ্যা নিয়ে আসুক পরিবার, যে তদন্তে নজরদারি হচ্ছে কি না। তার পরেই আবেদন শুনবে হাই কোর্টের একক বেঞ্চ।
advertisement
প্রসঙ্গত, কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই তদন্তে নতুন কিছু তথ্য সামনে আসতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী, সেমিনার হলে ধস্তাধস্তি কোন প্রমাণ পাওয়া যায়নি৷ বায়োলজিক্যাল স্টেন পাওয়া গিয়েছে শুধুমাত্র সেমিনার ঘরের ভিতরে কাঠের তৈরি পাটাতনের উপরের কার্পেট থেকে। রিপোর্ট প্রকাশ্যে আসতেই সিন অফ ক্রাইম নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ রিপোর্ট অনুযায়ী, সেমিনার রুম থেকে ধস্তাধস্তি বা নির্যাতিতার প্রতিরোধের কোনও প্রমাণ পাওয়া যায়নি। শুধু তাই নয় সকলের চোখের আড়ালে সেমিনার রুমে ওই ব্যক্তি প্রবেশ করল কি করে তা নিয়ে উঠছে প্রশ্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 24, 2024 12:56 PM IST










