সচিন জানান, নাসিকে তিনি একটি চায়ের দোকানে কাজ করেন। বাবা, মা ছোটবেলায় মারা গেছে। আত্মীয়-স্বজনরা কেউ যোগাযোগ রাখে না। সচিনের মনে ইচ্ছে জাগে তিনি পায়ে হেঁটে তার প্রতিবন্ধকতাকে কাটিয়ে ভারত ভ্রমণ করবেন। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ২০২৪ সালের ২৪ শে জুন তিনি বাড়ি থেকে বের হন। কন্যাকুমারী থেকে বিশাখাপত্তনাম এবং বালেশ্বর থেকে গঙ্গাসাগর বহু জায়গায় পায়ে হেঁটে ভ্রমণ করেছেন তিনি। এখন তার আগামী গন্তব্য স্থল কামরূপ কামাখ্যা।
advertisement
আরও পড়ুন: জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাঁধে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে এক মনে হেঁটেই চলেছেন এই ব্যক্তি। পায়ে সমস্যা থাকা সত্ত্বেও তিনি লক্ষ্যে অবিচল। সচিন রঙ্গনাথ সিনকে জানিয়েছেন, ভারত ভ্রমণ তার দীর্ঘদিনের ইচ্ছে। দীর্ঘদিনের সেই ইচ্ছে তিনি পূরণ করছেন।
পিয়া গুপ্তা