TRENDING:

North Dinajpur News: ইচ্ছেটাই আসল কথা, অসার বাঁ হাত, বাঁ পা নিয়েও পায়ে হেঁটে ভারত ভ্রমণে মহারাষ্ট্রের সচিন

Last Updated:

দীর্ঘ আট মাস ধরে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করে চলছেন বিশেষভাবে সক্ষম সচিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: ইচ্ছে শক্তি প্রবল হলে কার্যে সফলতা সুনিশ্চিত। আর সেই প্রবল ইচ্ছা শক্তির জোরে দীর্ঘ আট মাস ধরে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করে চলছেন বিশেষভাবে সক্ষম সচিন। সচিন গত ছয় মাস ধরে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছেন। সচিন রঙ্গনাথ সিনকে, তাঁর বাড়ি যদিও মহারাষ্ট্রের নাসিক জেলায়। তবে ভারত ভ্রমণে করতে করতে সে এসে পৌঁছায় রায়গঞ্জে। বিশেষভাবে সক্ষম এই ব্যক্তির বাঁ হাত ও পা অসার।
advertisement

সচিন জানান, নাসিকে তিনি একটি চায়ের দোকানে কাজ করেন। বাবা, মা ছোটবেলায় মারা গেছে। আত্মীয়-স্বজনরা কেউ যোগাযোগ রাখে না। সচিনের মনে ইচ্ছে জাগে তিনি পায়ে হেঁটে তার প্রতিবন্ধকতাকে কাটিয়ে ভারত ভ্রমণ করবেন। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ২০২৪ সালের ২৪ শে জুন তিনি বাড়ি থেকে বের হন। কন্যাকুমারী থেকে বিশাখাপত্তনাম এবং বালেশ্বর থেকে গঙ্গাসাগর বহু জায়গায় পায়ে হেঁটে ভ্রমণ করেছেন তিনি। এখন তার আগামী গন্তব্য স্থল কামরূপ কামাখ্যা।

advertisement

আরও পড়ুন: জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

কাঁধে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে এক মনে হেঁটেই চলেছেন এই ব্যক্তি। পায়ে সমস্যা থাকা সত্ত্বেও তিনি লক্ষ্যে অবিচল। সচিন রঙ্গনাথ সিনকে জানিয়েছেন, ভারত ভ্রমণ তার দীর্ঘদিনের ইচ্ছে। দীর্ঘদিনের সেই ইচ্ছে তিনি পূরণ করছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলাতেই রয়েছে আসল 'স্টার অফ ইন্ডিয়া', কোথায় অবস্থিত! কেন তৈরি এই তোরণ জানেন?
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: ইচ্ছেটাই আসল কথা, অসার বাঁ হাত, বাঁ পা নিয়েও পায়ে হেঁটে ভারত ভ্রমণে মহারাষ্ট্রের সচিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল