New Business Ideas: জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Money Making Tips: জবা ফুল চাষ করে আপনিও আয় করতে পারবেন মোটা টাকা ৷
উত্তর দিনাজপুর: বাড়ির অল্প জায়গায় কিংবা টবে চাষ করতে পারবেন আমেরিকান জবা। এই ছোট গাছে দেবে প্রচুর ফুল গামলা ভর্তি হয়ে যাবে ফুলে। আমেরিকান উন্নত প্রজাতির এই জবা চাষ করলেই সারা বছর গাছ ভরে উঠবে ফুলে।জবা ফুল চাষ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন অনেক চাষিরা। বাঙালির অতি পরিচত এই ফুল রোপণের উত্তম সময় ভাদ্র-অশ্বিন। তবে আমেরিকান জবা, আপনি যে কোন সময় রোপণ করতে পারেন।
কৃষি বিশেষজ্ঞ তারাপ্রসাদ জানান সব ধরনের মাটিতে জবা ফুল চাষ করা গেলেও সুনিষ্কাশি বেলে-দোঁয়াশ মাটি এই উন্নত প্রজাতির ফুলের জন্য বেশি উপযুক্ত। তবে সার মিশিয়ে বাগান বা টবের মাটি তৈরি করলে ফুলের গুণগত মান অনেক ভাল হয়।এইজবা ফুলের চারা রোপনের জন্য আলো বাতাসপূর্ণ স্থান নির্বাচন করতে হবে। এতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে। তবে এই জবার বিশেষ বৈশিষ্ট্য হল এই আমেরিকান কিংবা আফ্রিকান জবা গাছগুলো ৩/৪ ফিট হয় তার বেশি বাড়ে না।
advertisement
advertisement
আরও পড়ুন: PF অ্যাকাউন্টে সুদ ট্রান্সফার করেছে সরকার, এই ৪ পদ্ধতির মাধ্যমে অবিলম্বে ব্যালেন্স চেক করুন
এই জবা চাষ করার আগে দোআঁশ মাটির সঙ্গে গোবর সার বা পাতা পচা সার , ভার্মিকম্পোস্ট মিশিয়ে দিতে হবে।একেই সঙ্গে নদীর সাদা বালি, হাড় গুঁড়ো, সিং কুচি ও হাফ চামচ সরিষার খোল মাটির সঙ্গে ভাল ভাবে মিশিয়ে দিতে হবে।জমির পাশাপাশি টবেও জবা ফুলের চারা রোপন করা যায়।
advertisement
এই ফুলের চারা টবে রোপনের জন্য কম করে ১০ ইঞ্চি বা তার বড় মাটির টব বা ড্রাম ব্যবহার করতে পারেন।চারা রোপনের পরে প্রথমদিকে ঘন ঘন জল দিতে হবে।বর্তমানে দেশে প্রজাতির জবা অপেক্ষায় এই আমেরিকান, ব্যাঙ্গালোর কিংবা পুনে সহ উন্নত প্রজাতির জবা গাছ থেকে বেশি ফুল পাওয়া যায়। সেজন্য অনেকেই এই সমস্ত হাইব্রিড প্রজাতির জবা গাছের দিকেই ঝুঁকছেন। এই আমেরিকান কিংবা অন্যান্য উন্নত প্রজাতির জবার চারার দাম ৫০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয় বাজারে।।
advertisement
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2025 5:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা