Stock Market News: এই ৫ কারণে স্টক মার্কেটে হট্টগোল, সেনসেক্স ৮৫০ পয়েন্ট কমেছে, বিনিয়োগকারীরা ৭ লাখ কোটি টাকা হারিয়েছেন

Last Updated:

Stock Market Crash Today: এক নজরে দেখে নেওয়া যাক শেয়ার বাজারের এই পতনের পাঁচটি প্রধান কারণ। 

News18
News18
ভারতীয় শেয়ার বাজারে বুধবার আবার অনেকটাই পতন দেখা গিয়েছে। ব্যবসার শুরুতেই বিএসই সেনসেক্স ৮৬২.৯ অঙ্ক নীচে নেমে ৭৫,৪৮৩.৭০-এ চলে এসেছে। অন্য দিকে, নিফটি ২৫৭.৩ অঙ্ক নীচে নেমে ২২,৮১৪.৫০-এ পৌঁছে গিয়েছে। এটি লাগাতার ষষ্ঠতম দিন, যখন সেনসেক্স এবং অল নিফটিতে একই সঙ্গে পতন দেখা দিয়েছে। এই পতনের ফলে বিনিয়োগকারীদের প্রায় ৭ লাখ কোটি টাকার লোকসান হয়েছে। অন্য দিকে, বড় শেয়ারের পতনও জারি রয়েছে। রিয়েলিটি শেয়ারে আজ সবথেকে বেশি পতন দেখা গিয়েছে। বিগত ছয় দিনে সেনসেক্স ২৮০০ অঙ্ক থেকে বেশি নীচে নেমে গিয়েছে। অন্য দিকে, নিফটি প্রায় ৯০০ অঙ্ক নীচে নেমেছে। এক নজরে দেখে নেওয়া যাক শেয়ার বাজারের এই পতনের পাঁচটি প্রধান কারণ।

ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ –

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ নীতি গ্লোবাল মার্কেটে অনিশ্চয়তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এর কড়া সমালোচনা করেছেন এবং আমেরিকার ওপরে নতুন ট্যারিফ চাপানোর হুমকি দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরশুলা ওয়ানের লায়েন বলেছেন যে, আমেরিকার ট্যারিফের ক্ষেত্রে আমরা জবাব দিতে তৈরি। এই ট্যারিফের জন্যই বিশ্ববাজারে অনিশ্চয়তা অনেকটা বেড়ে গিয়েছে। যার ফলে শেয়ার বাজারে পতন দেখা দিয়েছে।
advertisement
advertisement

সুদের হারে কাটছাঁট –

ডোনাল ট্রাম্পের এই ট্যারিফ নীতি আমেরিকা ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের ওপর চাপ সৃষ্টি করেছে। আমেরিকা ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের চেয়ারম্যান বলেছেন যে, আগামী দিনে সুদের ক্ষেত্রে কোনও কাটছাঁট করা নাও হতে পারে। এটা শেয়ার বাজারের পতনের ক্ষেত্রে একটি প্রধান কারণ।
advertisement

কমজোর Q3 প্রভাব বিনিয়োগকারীদের চিন্তা বাড়িয়েছে –

ডিসেম্বরের ত্রৈমাসিকে কমজোর ব্যবসা বিনিয়োগকারীদের চিন্তা অনেকটাই বাড়িয়েছে। একই সঙ্গে ঝিমিয়ে পড়া বাজার বিনিয়োগেরে চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি বড় কোম্পানির ব্যবসা আশানুরূপ হয়নি। কোম্পানিদের এই ধীরগতির গ্রোথ, বাজারের অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে।
advertisement
স্মলক্যাপ এবং মিডক্যাপ শেয়ারের উচ্চ ভ্যালু আরও একটি চিন্তার বিষয় –
স্মলক্যাপ এবং মিডক্যাপ শেয়ারে বিগত দুই মাসে লাগাতার পতন দেখা দিয়েছে। কিন্তু, মার্কেট অ্যানালিসিস্টদের মতে এই পতনের মধ্যেও মিডক্যাপ এবং স্মলক্যাপ শেয়ারের ভ্যালু অনেকটাই উচ্চ রয়েছে। নিফটি স্মলক্যাপ ইনডেক্সে ২০২৪ সালের ডিসেম্বরে নিজেদের উচ্চতম স্তর থেকে ২০ শতাংশের বেশি পতন হয়েছে। অন্য ,দিকে নিফটি মিডক্যাপ ইনডেক্সের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে নিজেদের উচ্চতম স্তর থেকে ১৮ শতাংশের বেশি পতন হয়েছে।
advertisement

বিদেশি বিনিয়োগ –

ভারতীয় রুপি কমজোরি হয়ে যাওয়ার ফলে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে একটানা পয়সা বের করে নিচ্ছে।। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভারতীয় বাজার থেকে ৪৪৮৬.৪১ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত ভারতীয় বাজার থেকে ১৭,১২৯.৫৩ কোটি টাকা বের করে নেওয়া হয়েছে। এর আগে জানুয়ারি মাসেও ভারতীয় বাজার থেকে প্রায় ৭৮,০২৭ কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল।
advertisement
চয়েজ ব্রেকিং এর টেকনিক্যাল অ্যানালিসিস্ট আকাশ শাহ জানিয়েছেন যে, নিফটিতে একটানা পঞ্চম দিন পর্যন্ত পতন দেখা দিয়েছে। যা বাজারকে আরও বেশি কমজোরি করে তুলতে পারে। তিনি জানিয়েছেন যে, নিফটিতে ২২,৯৭০ তৎকাল সাপোর্ট রয়েছে। যদি এটা ২২,৯৭০-এর নীচে যায়, তাহলে ২২,৭৭৫ এবং ২২,৫০০ পর্যন্ত বাড়তে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Stock Market News: এই ৫ কারণে স্টক মার্কেটে হট্টগোল, সেনসেক্স ৮৫০ পয়েন্ট কমেছে, বিনিয়োগকারীরা ৭ লাখ কোটি টাকা হারিয়েছেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement