Investment Tips: SIP-তে টাকা খাটিয়ে বসে থাকলেই হবে না, এই কাজ না করলে ভরাডুবি হতেই পারে, বলছেন বাজার বিশেষজ্ঞ
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Investment Tips: ভুল প্ল্যান আর ভুল সময়ে বিনিয়োগ এই দীর্ঘমেয়াদেও লোকসান ডেকে আনতে পারে।
এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ উত্তরোত্তর বাড়ছে। কেন না, বিনিয়োগের অন্য যে সব বিকল্প হাতের কাছে রয়েছে, তা এসআইপির মতো এত বেশি রিটার্ন দেয় না। তবে হ্যাঁ, তবে মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত, তাই নিশ্চিত রিটার্ন আশা করা যায় না। গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এসআইপিতে গড়ে ১২ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
advertisement
advertisement
তবে, যে কোনও ক্ষেত্রেই বিনিয়োগ করার আগে সেই সম্পর্কে একটু খোঁজখবর নেওয়া উচিত। নিজে না পারলে এসআইপির ক্ষেত্রে আর্থিক উপদেষ্টাদের দ্বারস্থ হওয়া যায়। তাঁরাই গবেষণা করে বলে দেবেন যে কোন ফান্ড ভাল রিটার্ন দিতে পারে। যদিও সেই পরামর্শ মেনে নিয়ে এসআইপিতে টাকা খাটিয়ে চুপচাপ বসে থাকা উচিত হবে না। সামান্য ভুলেই হতে পারে ভরাডুবি। কেন, সেই প্রসঙ্গে এবার আসা যায়।
advertisement
এসআইপিতে বিনিয়োগ করতে হলে অনেকেই চোখ বন্ধ করে ভরসা করে থাকেন আইসিআইসিআই প্রুডেনসিয়াল মিউচুয়াল ফান্ডের উপরে। তারই চিফ ইনভেস্টমেন্ট অফিসার এস নারিন এই প্রসঙ্গে বিনিয়োগকারীদের সাবধান করে দিচ্ছেন। সবার আগে স্পষ্টাস্পষ্টি জানিয়ে রাখছেন, ফান্ড ম্যানেজার যত ভাল ক্যালকুলেশনই করুন না কেন, ফান্ড হাউজের হিস্টরি যতই ভাল হোক না কেন, এসআইপিতে বিনিয়োগ কখনই ঝুঁকিমুক্ত নয়।
advertisement
চেন্নাইতে ফান্ড ডিস্ট্রিবিউটার এবং ইনভেস্টমেন্ট ম্যানেজারদের একটি বৈঠকে সম্প্রতি অংশ নিয়েছিলেন নারিন। সেখানে সাফ জানান তিনি, ভুল প্ল্যান আর ভুল সময়, এই দুই এসআইপিতে বিনিয়োগের একটা বড় ফ্যাক্টর। এই দুই ভুল যদি করা হয়, তাহলে এসআইপি যতই জনপ্রিয় হোক না কেন, বিনিয়োগকারীর লোকসানের প্রভূত সম্ভাবনা থেকেই যায়।
advertisement
অনেকে বলেন, এসআইপি একমাত্র দীর্ঘমেয়াদের বিনিয়োগেই ভাল লাভ দেয়। কিন্তু ভুল প্ল্যান আর ভুল সময়ে বিনিয়োগ এই দীর্ঘমেয়াদেও লোকসান ডেকে আনতে পারে। তার মানে এই নয় যে মিড ক্যাপ আর স্মল ক্যাপে ভরসা করা যাবে, বাজারের পতন হলেও এরাও লাভ দেবে না। এর আগে যেমন ১৯৯৪-২০০২ এবং ২০০৬-২০১৩ মেয়াদে মিড ক্যাপে টাকা খাটিয়ে বিনিয়োগকারীদের হতাশ হতে হয়েছিল, উদাহরণ দিয়ে পরিস্থিতি স্পষ্ট করেছেন নারিন।
advertisement