TRENDING:

Rooftop Mango Garden: আম পাগল নাতির জন্য বাড়ির ছাদেই আস্ত আমবাগান তৈরি করল দাদু!

Last Updated:

Rooftop Mango Garden: ফালাকাটার এই বৃদ্ধর কীর্তি ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। মানুষ যেখানে বাগানে আম গাছ লাগায় সেখানে নাতির জন্য বাড়ির ছাদে আমগাছ বড় করে তুলেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: নাতি আম খেতে ভালবাসে, এদিকে নিজের বয়স বেড়েছে। তাই যখন তখন বাজারে যেতে পারেন না। আর তাই নাতির আম খাওয়ার সমস্যা দূর করতে বাড়ির ছাদেই দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির আম গাছ লাগিয়ে সাড়া ফেলে দিয়েছেন মনুজা কান্ত ভাদুরি।
advertisement

ফালাকাটার এই বৃদ্ধর কীর্তি ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। মানুষ যেখানে বাগানে আম গাছ লাগায় সেখানে নাতির জন্য বাড়ির ছাদে আমগাছ বড় করে তুলেছেন। আর সেই গাছগুলোয় দিব্যি সুমিষ্ট আমও ফলেছে। ফলে এলাকার মানুষ মনুজা কান্ত ভাদুরির বাড়ির সামনে দিয়ে গেলেই পাকা আমের মিষ্টি গন্ধ পান।

আর‌ও পড়ুন: দুর্গন্ধের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে বালুরঘাটবাসীর

advertisement

অবসরপ্রাপ্ত শিক্ষক বছর ৭৪-এর মনুজা কান্ত ভাদুরি বাড়ির ছাদ বাগানে ছয় থেকে সাত প্রজাতির আম ফলিয়ে সকলকে অবাক করে দিয়েছেন। ফালাকাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিডিও অফিস পাড়ার বাসিন্দা তিনি। তাঁর বাড়ির ছাদে অতি দামী মিয়াজাকি আম থেকে শুরু করে আম্রপালি, সুরমা, ফজলি, সুবর্ণরেখা এবং বাংলাদেশের কোটিমন প্রজাতির আম গাছ আছে। এবছর প্রতিটি গাছে ফলনও হয়েছে বেশ ভাল।

advertisement

View More

তবে দু’বার শিলাবৃষ্টি হওয়ায় বেশ কিছু আম নষ্ট হয়ে গিয়েছে l সকাল থেকে সারাদিনই এই আম গাছের পরিচর্যা করেন মনুজা কান্ত ভাদুরি। তাঁকে সঙ্গ দেয় সাত বছরের নাতি। এই ছাদ বাগানে রয়েছে, আপেল, লেবু, কামরাঙা, অ্যালোভেরা এবং বেশ কিছু প্রজাতির ফুলের গাছ’ও।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rooftop Mango Garden: আম পাগল নাতির জন্য বাড়ির ছাদেই আস্ত আমবাগান তৈরি করল দাদু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল