উত্তরবঙ্গে এই প্রথম ফালাকাটা পুরসভায় এসে পৌঁছল রোড সুইপিং মেশিন। ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ফালাকাটা শহরের প্রধান প্রধান সড়কে ট্রায়াল দিচ্ছে এই অত্যাধুনিক মেশিন। আগামী মাস থেকে পুরোদমে কাজ শুরু করবে এই মেশিনটি। এই প্রসঙ্গে ফালাকাটা ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ রায় বলেন, “উত্তরবঙ্গের পুরসভা গুলির মধ্যে এই প্রথম ফালাকাটা পুরসভা এই গাড়িটি কিনল।
advertisement
আরও পড়ুন: এখনও গ্রেফতার হলেন না খড়্গপুরের সেই তৃণমূল নেত্রী, হাইকোর্টের দ্বারস্থ প্রবীণ বাম নেতা
এই গাড়িটির প্রধান কাজ হল রাস্তার যত ময়লা আবর্জনা আছে সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গাড়ির ময়লা গুলো গাড়ির মধ্যে জমা হবে এবং একই গাড়ি থেকে জল স্প্রে আকারে বের হয়ে রাস্তা ধুয়ে দেবে।” এর মধ্য দিয়ে ফালাকাটার সমস্ত পুরো এলাকার রাস্তাঘাট পরিষ্কার থাকবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে এই মেশিনটি।
আরও পড়ুন: পূর্ব পুরুষদের পেশায় চলে না সংসার, ফাঁপরে ঝুড়ি প্রস্তুতকারীরা
এরপর প্রতিটি ওয়ার্ডের চওড়া রাস্তাগুলো যেই রাস্তায় এই গাড়িটি ঢুকতে পারবে সমস্ত রাস্তায় এই গাড়ি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে l