টানা পাঁচদিন ধরে লাগাতার বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে পড়েছেন এলাকার কয়েক হাজার বাসিন্দা। সমস্যার কথা বারবার জানালেও সমাধান মেলেনি। আর তাই এদিন তপন-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ৭ নম্বর রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাড়ি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, কাটাবাড়ি গ্রামে অবস্থিত বিদ্যুতের ট্রান্সফরমারটি নষ্ট হয়ে গিয়েছে। ফলে গত পাঁচদিন ধরে বিদ্যুৎ নেই গ্রামে।
advertisement
আরও পড়ুন: পরপর ভেঙে পড়ল বাড়ি-মার্কেট, আতঙ্কে শহরবাসী
বিদ্যুতের অভাবে সাবমার্সিবল থেকে পানীয় জল সংগ্রহ করা যাচ্ছে না। পাশাপাশি দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল বাসিন্দারা। বিকেলের পরে লেখাপড়া একরকম বন্ধ পড়ুয়াদের। এই পরিস্থিতিতে কার্যত বাধ্য হয়ে বৃহস্পতিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধের জেরে জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পরে ঘটনাস্থলে এসে তপন থানার পুলিশ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দলে পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা। তারপর যান চলাচল আবার স্বাভাবিক হয়।
সুস্মিতা গোস্বামী