Building Collapsed: পরপর ভেঙে পড়ল বাড়ি-মার্কেট, আতঙ্কে শহরবাসী
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Building Collapsed: জরাজীর্ণ মার্কেট কমপ্লেক্সের নিচে অবস্থিত ছিল ট্যাক্সি স্ট্যান্ড। ওই মার্কেট কমপ্লেক্সের একটি বিল্ডিং-এর একাংশ হঠাৎই ভেঙে পড়ে। সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি উপর চাঙড় ভেঙে এসে পড়ে
পুরুলিয়া: একই দিনে পরপর ঘটে দুর্ঘটনায় আতঙ্কে শহরবাসী। ২৪ ঘণ্টার মধ্যে পর পর বাড়ি ভেঙে পড়ল পুরুলিয়া শহরে। বুধবার সকালে শহরের ১৬ নম্বর ওয়ার্ডের তেলকল পাড়ায় বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হয় এক গৃহবধু। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সন্ধেয় পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে একটি মার্কেট কমপ্লেক্সের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বরাত জোরে বেঁচে গেছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, একটি জরাজীর্ণ মার্কেট কমপ্লেক্সের নিচে অবস্থিত ছিল ট্যাক্সি স্ট্যান্ডটি। ওই মার্কেট কমপ্লেক্সের একটি বিল্ডিং-এর একাংশ হঠাৎই ভেঙে পড়ে। সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি উপর চাঙড় ভেঙে এসে পড়ে। এতে গাড়িটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুরুলিয়ার পুরপ্রধান নব্যেন্দু মহালি। শহরের পুরনো বাড়িগুলির স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরপর দুর্ঘটনার পর গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরপ্রধান। এই বিষয়ে তিনি বলেন, এই বাড়িটি অনেক পুরানো। বাড়ির কর্তৃপক্ষের উচিত ছিল এ বিষয়ে পুরসভাকে অবগত করা। তারা কেন তা করেনি জানা নেই। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
advertisement
advertisement
একই দিনে পর পর দুটি ভগ্নপ্রায় বাড়ি ভেঙে পড়ায় শহরবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন। আবার যারা একটু পুরনো বাড়িতে থাকেন তাঁরাও কার্যত প্রাণ হাতে নিয়ে বসবাস করছেন।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2024 2:26 PM IST