TRENDING:

Road Accident: আর স্কুলে পৌঁছনো হল না, সরকারি বাসের ধাক্কায় রাস্তাতেই মৃত্যু শিক্ষকের

Last Updated:

Road Accident: আলিপুরদুয়ার জেলার বারবিশার বাসিন্দা ভজন সাহা। তিনি পেশায় বিজ্ঞানের শিক্ষক। আলিপুরদুয়ারের ঘরঘরিয়া হাইস্কুলে শিক্ষকতা করতেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: রোজের মত‌ই স্কুলে যাবেন বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর স্কুলে পৌঁছনো হল না শিক্ষক ভজন সাহা’র। আর কোন‌ওদিনই তিনি স্কুলে যাবেন না। এদিন স্কুলে যাওয়ার সময় বাসের ধাক্কায় রাস্তাতেই মর্মান্তিক মৃত্যু হয় ঐ শিক্ষকের।
সলসলাবাড়ির রাস্তা
সলসলাবাড়ির রাস্তা
advertisement

আলিপুরদুয়ার জেলার বারবিশার বাসিন্দা ভজন সাহা। তিনি পেশায় বিজ্ঞানের শিক্ষক। আলিপুরদুয়ারের ঘরঘরিয়া হাইস্কুলে শিক্ষকতা করতেন। প্রতিদিনের মত শুক্রবার’ও বারবিশায় নিজের বাড়ি থেকে বাইক নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাচ্ছিলেন সলসলাবাড়ি জাতীয় সড়ক দিয়ে। ওই রাস্তাতেই আলিপুরদুয়ারগামী এনবিএসটিসি-র একটি বাস সজোরে ধাক্কা মারে ভজন সাহার বাইকে। তিনি ঢুকে যান বাসের নিচে। ঘটনা দেখে চালক বাস থামিয়ে দেন। যাত্রীরা নেমে ভজন সাহাকে বাসের নিচ থেকে বের করেন।

advertisement

আর‌ও পড়ুন: জলে নামতেই তলিয়ে গেল নদীর স্রোতে, পঞ্চম শ্রেণির ছাত্রের সঙ্গে যা ঘটল

কিন্তু এই ঘটনায় গুরুতর আহত হন ওই স্কুল শিক্ষক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তাঁরা গুরুতর আহত ভজন সাহা’কে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই শিক্ষককে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

View More

অনন্যা দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Accident: আর স্কুলে পৌঁছনো হল না, সরকারি বাসের ধাক্কায় রাস্তাতেই মৃত্যু শিক্ষকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল