আলিপুরদুয়ার জেলার বারবিশার বাসিন্দা ভজন সাহা। তিনি পেশায় বিজ্ঞানের শিক্ষক। আলিপুরদুয়ারের ঘরঘরিয়া হাইস্কুলে শিক্ষকতা করতেন। প্রতিদিনের মত শুক্রবার’ও বারবিশায় নিজের বাড়ি থেকে বাইক নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাচ্ছিলেন সলসলাবাড়ি জাতীয় সড়ক দিয়ে। ওই রাস্তাতেই আলিপুরদুয়ারগামী এনবিএসটিসি-র একটি বাস সজোরে ধাক্কা মারে ভজন সাহার বাইকে। তিনি ঢুকে যান বাসের নিচে। ঘটনা দেখে চালক বাস থামিয়ে দেন। যাত্রীরা নেমে ভজন সাহাকে বাসের নিচ থেকে বের করেন।
advertisement
আরও পড়ুন: জলে নামতেই তলিয়ে গেল নদীর স্রোতে, পঞ্চম শ্রেণির ছাত্রের সঙ্গে যা ঘটল
কিন্তু এই ঘটনায় গুরুতর আহত হন ওই স্কুল শিক্ষক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তাঁরা গুরুতর আহত ভজন সাহা’কে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই শিক্ষককে মৃত বলে ঘোষণা করেন।
অনন্যা দে