Student Missing: জলে নামতেই তলিয়ে গেল নদীর স্রোতে, পঞ্চম শ্রেণির ছাত্রের সঙ্গে যা ঘটল
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Student Missing: বর্ষার জলে টইটুম্বুর মানসাই নদীতে নামতেই স্রোতের টানে তলিয়ে যায় পঞ্চম শ্রেণির রাকেশ। তবে ঘটনার গায়ে গায়েই স্থানীয় জেলেরা নৌকো নিয়ে নদীতে নেমে পড়েন, শুরু করেন তল্লাশি অভিযান
কোচবিহার: মাথাভাঙা মহকুমা এলাকা দিয়ে বয়ে গিয়েছে মানসাই নদী। বর্ষার বৃষ্টিতে নদীর জলস্তর অনেকটাই বেড়েছছ। সেই নদীতে নামতেই তলিয়ে গেল এক স্কুল ছাত্র। রাকেশ বর্মন নামে ওই ছাত্র পঞ্চম শ্রেণিতে পড়ে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওই পড়ুয়ার সন্ধানে নদীতে স্পিড বোড নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। যদিও এখনও পর্যন্ত তার সন্ধান মেলেনি।
কোচবিহার-১ ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েতের বৈরাতি গ্রামের এই ঘটনায় উদ্বিগ্ন গোটা গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষার জলে টইটুম্বুর মানসাই নদীতে নামতেই স্রোতের টানে তলিয়ে যায় পঞ্চম শ্রেণির রাকেশ। তবে ঘটনার গায়ে গায়েই স্থানীয় জেলেরা নৌকো নিয়ে নদীতে নেমে পড়েন, শুরু করেন তল্লাশি অভিযান। এরপর জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিমের স্পিডবোট নামিয়ে তল্লাশি শুরু হয়। যদিও নিখোঁজ পড়ুয়ার সন্ধান মেলেনি।
advertisement
আরও পড়ুন: ডেঙ্গি রোধে সচেতনতাই হাতিয়ার এই জেলায়
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে রাজ্যের সব বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ছুটি হয়ে যায়। কিন্তু রাকেশ বর্মন নামে ওই পড়ুয়া স্কুল ছুটির পর বাড়িতে ফিরে না এসে অপর এক সপ্তম শ্রেণির পড়ুয়ার সঙ্গে মানসাই নদীতে যায়। তবে জলে নেমেই স্রোতের টানে দ্রুত নদীতে তলিয়ে যায় সে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। তবে মাঝে ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়। তবুও তাঁর খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে ওই ছাত্রের খোঁজে কয়েকশো গ্রামবাসী উদ্বিগ্ন হয়ে রয়েছেন।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2024 1:35 PM IST