TRENDING:

Road Accident: ঘুমে ঢুলতে ঢুলতে গাড়ি চালাচ্ছিলে, জাতীয় সড়কে বেঘোরে প্রাণ গেল চালকের

Last Updated:

Road Accident: অসম থেকে কলকাতাগামী একটি পিকআপ গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে নিমতিতে জাতীয় সড়কের ধারে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এলাকাবাসীদের অনেকেই খেয়াল করেছিলেন, ধাক্কা মারার ঠিক আগের মুহূর্তে ঘুমে ঢুলছিলেন গাড়িচালক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: গাড়ি চালাতে চালাতে অনেক সময়ই চোখ লেগে যায় গাড়িচালকদের। রাতের দিকে এমন ঘটনা বেশি হয়। তেমন‌ই পরিস্থিতি হয়েছিল গাড়িচালক মহম্মদ আলমের। ঘুমের ঘোরে গাড়ি চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় জাতীয় সড়কে মৃত্যু হল তাঁর।
প্রতিকী
প্রতিকী
advertisement

দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার নিমতি এলকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসম থেকে কলকাতাগামী একটি পিকআপ গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে নিমতিতে জাতীয় সড়কের ধারে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এলাকাবাসীদের অনেকেই খেয়াল করেছিলেন, ধাক্কা মারার ঠিক আগের মুহূর্তে ঘুমে ঢুলছিলেন গাড়িচালক। কিন্তু গাড়িটি চলন্ত অবস্থায় থাকায় কেউ গিয়ে কিছু করতে পারেননি।

advertisement

আরও পড়ুন: গরুর হাটে জিন্স প্যান্টের দেদার বিক্রি! এই রঙিন সাপ্তাহিক বাজার যেন অন্য পৃথিবী

এই ঘটনায় পিকআপ ভ্যানের চালক কলকাতার বাসিন্দা মহম্মদ আলম গুরুতর আহত হন। তাঁকে নিমতি আউট পোষ্টের পুলিশ উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। যোগাযোগ করা হচ্ছে তাঁর পরিবারের সঙ্গে।

advertisement

অনন্যা দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Accident: ঘুমে ঢুলতে ঢুলতে গাড়ি চালাচ্ছিলে, জাতীয় সড়কে বেঘোরে প্রাণ গেল চালকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল