TRENDING:

Siliguri News: এশিয়ান গেমসে সোনা জয়ের পর বাড়ি ফিরে অভ্যর্থনায় ভাসলেন রিচা ঘোষ

Last Updated:

Siliguri News: এশিয়ান গেমসে সোনা জয়ের পর বাড়িতে ফিরে উচ্ছ্বসিত শিলিগুড়ির সোনার মেয়ে রিচা ঘোষ। বুধবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ। শিলিগুড়ির মাটিতে পা রাখতে সম্বর্ধনায় ভাসেন রিচা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: এশিয়ান গেমসে সোনা জয়ের পর বাড়িতে ফিরে উচ্ছ্বসিত শিলিগুড়ির সোনার মেয়ে রিচা ঘোষ। বুধবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ। শিলিগুড়ির মাটিতে পা রাখতে সম্বর্ধনায় ভাসেন রিচা। বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হয় শিলিগুড়ির ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বাগডোগরা বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে একাধিক জায়গায় রিচাকে সম্বর্ধনা জানানো হয়।
advertisement

বাড়িতে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিচা ঘোষ বলেন, “খুব ভালো লাগছে। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর এশিয়ান গেমসে সোনা সত্যিই খুব ভালো অনুভূতি। কোনটারই অনূভুতি কম বা বেশি নয় সোনা সোনাই হয়। এবার জন্মদিনে বাড়িতে থাকবো। এশিয়ান গেমসে সোনা জয়ের পর ড্রেসিং রুমে সবাই খুব উচ্ছ্বসিত ছিল। এবার আমাদের লক্ষ্য বিশ্বকাপ। সোনা জয় আমাদের বাড়তি অক্সিজেন জোগাবে। আর এই পারফরম্যান্স আমাদের ধরে রাখতে হবে।”

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: দেশের একমাত্র রেল জংশন, যার নেই কোনও এক নম্বর প্ল্যাটফর্ম, বলুন তো সেই স্টেশনের নাম কী

এশিয়ান গেমসে সোনা জয়ের মুহুর্ত নিয়ে রিচা ঘোষ বলেন,”কম রান হলেও দলের বোলাররা ভালো বোলিং করে। বোলিং পিচ থাকায় বেশি সাহায্য মিলেছে। বল ভালো টার্ন করছিল। ব্যাটিং লাইনও ভালো ছিল। সবাই ভালো খেলেছে। সেই কারণেই এই সাফল্য”। তিনি আরও বলেন, শিলিগুড়ি শহরে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে, তবে তার জন্য আরো ভালো ক্রিকেট খেলার পরিকাঠামো প্রয়োজন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: এশিয়ান গেমসে সোনা জয়ের পর বাড়ি ফিরে অভ্যর্থনায় ভাসলেন রিচা ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল