TRENDING:

Rooftop Garden: অবসরপ্রাপ্ত এই কর্মী ছাদে লাগালেন এমন ফুলগাছ! ছুটে ছুটে দেখতে আসছেন পড়শিরা

Last Updated:

ফুলের গাছ দীর্ঘ সময় ধরে তিনি বাড়ির ছাদে চাষ করেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: জেলা কোচবিহারের মাথাভাঙা মহকুমা এলাকার এক ব্যক্তি। দীর্ঘ সময় পর্যন্ত তিনি আবগারি দফতরের কর্মীর হিসেবে কাজ করছেন। তবে বর্তমানে তিনি অবসর প্রাপ্ত। বয়স তাঁর ৬৯। তবে অবসর পাওয়ার পর এই বয়সে এসে বেশিরভাগ মানুষকেই ক্লান্তি ও অবসাদ গ্রাস করে। তবে তিনি প্রমাণ করে দিয়েছেন মানসিক শান্তি কীভাবে খুঁজে নিতে হয়। দীর্ঘ সময় ধরে তিনি তাঁর ছাদ বাগানে চাষ করছেন এক ধরনের বিশেষ ফুলগাছ। যেই ফুলগুলি দেখতে অনেকটাই আকর্ষণীয়। বর্তমান সময়ে তাঁর এই ফুল গাছ দেখতে বহু মানুষ আছেন তাঁর বাড়িতে।
advertisement

অবসর প্রাপ্ত আবগারি কর্মী গোপাল চন্দ্র সরকার জানান, “অবসর নেওয়ার পর কাজ বলতে সেরকম আর কিছুই থাকে না। তাইতো সেই সময় একাকীত্ব এবং অবসাদ গ্রাস করতে থাকে মানুষকে। সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখতে এই গাছের প্রতি ভালবাসা। রংবেরঙের রকমারি এই পেপার ফুলের গাছ দীর্ঘ সময় ধরে তিনি বাড়ির ছাদে চাষ করেছেন। বিভিন্ন জায়গা থেকে এই কাজগুলিকে সংগ্রহ করে নিয়ে এসেছেন তিনি। কিছু গাছ তিনি এনেছেন বিভিন্ন আত্মীয়ের বাড়ি থেকে। আবার কিছু গাছ তিনি নিয়ে এসেছেন অনলাইন থেকে।”

advertisement

আরও পড়ুন: রোজ গ্যাসের ওষুধ খাওয়া ছাড়ুন! চায়ের সঙ্গে মিশিয়ে নিন এই মশলা! দূর হবে জটিল রোগ

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

তিনি আরও জানান, “এই গাছগুলি চাষ করা একেবারেই সহজ। এছাড়াও বাণিজ্যিক উদ্দেশ্যেও এই গাছগুলির চাষ আবাদ করা যায়। এই গাছগুলিকে পর্যাপ্ত পরিমাণে সার ও ভাল মাটি দিলে সঠিকভাবে ফুল দিতে শুরু করে। তবে জলের পরিমাণ দিতে হয় একেবারেই নির্দিষ্ট ভাবে। না হলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে সারা মাসে গাছগুলোর পেছনে আনুমানিক ৭০০ থেকে ৮০০ টাকার বেশি খরচ হয় না। এছাড়া গাছগুলির প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই মুগ্ধ করে মানুষকে। তাইতো এই গাছগুলি তিনি বেছে নিয়েছেন অবসর জীবনের একাকীত্ব ও অবসাদ কাটাতে।”

advertisement

আরও পড়ুন: জেলা শহরের অন্যতম বৃহৎ এই দিঘি সেজে উঠছে নতুন বছরে! আকর্ষণ বাড়ছে পর্যটকদের

বর্তমান মাথাভাঙা মহকুমা এলাকায় এই ব্যক্তির বাড়ি বেশ অনেকটাই প্রসিদ্ধ। বহু মানুষ তাঁর বাড়িতে আসেন তাঁর এই ছাদ বাগান দেখতে। আবার অনেক সময় অনেক মানুষ রাস্তা থেকে তাকিয়ে থাকেন তাঁর ছাদের দিকে। এই ফুলগুলির অপরূপ সৌন্দর্য যেকোনও মানুষকে মুগ্ধ করতে পারে মুহূর্তে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rooftop Garden: অবসরপ্রাপ্ত এই কর্মী ছাদে লাগালেন এমন ফুলগাছ! ছুটে ছুটে দেখতে আসছেন পড়শিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল