Cochbehar News: জেলা শহরের অন্যতম বৃহৎ এই দিঘি সেজে উঠছে নতুন বছরে! আকর্ষণ বাড়ছে পর্যটকদের

Last Updated:

Cochbehar News: বহু দূর দূরান্তের পর্যটক এই দিঘি সৌন্দর্যের আকর্ষিত হয়ে ঘুরতে আসেন কোচবিহারে। জেলা শহরের অন্যতম কেন্দ্রবিন্দু বলা যায় এই সাগরদিঘিকে।

+
সাগরদিঘি

সাগরদিঘি চত্ত্বরে আড্ডায় ব্যস্ত দুই বন্ধু

কোচবিহার: জেলা কোচবিহারের রাজ আমলের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন একটি দিঘি হল সাগরদিঘি। রাজ আমলে একাধিক দিঘি বা জলাশয় খনন করা হলেও, অন্যতম বৃহৎ জলাশয় হলো এই দিঘি। দীর্ঘ সময় ধরে এই দিঘি পর্যটন মানচিত্রে এক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বহু দূর দূরান্তের পর্যটক এই দিঘি সৌন্দর্যের আকর্ষিত হয়ে ঘুরতে আসেন কোচবিহারে। জেলা শহরের অন্যতম কেন্দ্রবিন্দু বলা যায় এই সাগরদিঘিকে। এই দিঘির চত্বরের চারিপাশে রয়েছে একাধিক প্রশাসনিক দফতর।
কোচবিহারের এক ইতিহাস অনুসন্ধানী ঋষিকল্প পাল জানান, \”১৮০৭ সাধারণ আব্দ নাগাদ এই দিঘি খনন করা হয়। এই দিঘির ঐতিহাসিক তাৎপর্য যেমন রয়েছে, তেমনি রয়েছে পর্যটনের দিক থেকেও অনেকটাই তাৎপর্য। দীর্ঘ সময়ের প্রাচীন এই দীঘি শুধুমাত্র পর্যটনের উদ্দেশ্যেই খনন করা হয়নি। রাজ আমলের তৎকালীন পানীয় জলের সমস্যা মেটাতে এই দিঘি খনন করা হয়েছিল। যদিও বর্তমান সময়ে পানীয় জলের সেই সমস্যা আর নেই। তাই ধীরে ধীরে এইদিকেই বর্তমানে পর্যটনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।\”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
তিনি আরোও জানান, \”এই সাগরদিঘি একটা সময় মেদিনী সাগর নামেও পরিচিত ছিল কোচবিহারে। মূলত মাটির মধ্যে এত বড় এক জলাশয়ের কারণেই এর এই নাম দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় ধরে এই দিঘির একাধিক সংস্কারের কাজ করা হয়েছে। তবে উনিশ শতকের শেষের দিকে এই দিঘির একবার সম্প্রসারণ করা হয়। যার ফলে দিঘিটি বর্তমানের এই আকারটি পেয়েছে। বর্তমানে এই দিকেটির চারিপাশের সংস্কার কাজ করা হয়েছে বেশ অনেকটাই। এছাড়াও বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।\”
advertisement
আরও পড়ুন: Kunal Ghosh Abhishek Banerjee: বয়কট বিতর্কে শিল্পীদের মত প্রকাশের স্বাধীনতার উপরেই জোর দিলেন অভিষেক
মূলত এই সমস্ত সংস্কার কাজের কারণে এই দিঘির প্রতি পর্যটকদের আকর্ষণ বেড়ে উঠছে। নতুন বছরের শুরুর সময় থেকেই দিঘি চত্বরে আনাগোনা বেড়ে উঠেছে পর্যটকদের। ফলে জেলাবাসীর অধিকাংশের মত নতুন বছরে পর্যটনের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই সাগরদিঘি। তবে এই দিঘি চত্বর সুরক্ষিত রাখার কারণ জন্য আরোও বেশ কিছু জরুরী পদক্ষেপ নিতে হবে জেলা প্রশাসনকে। তাহলেই সাগরদিঘি চত্বর পর্যটকদের আরোও অনেকটাই আকর্ষণ করবে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cochbehar News: জেলা শহরের অন্যতম বৃহৎ এই দিঘি সেজে উঠছে নতুন বছরে! আকর্ষণ বাড়ছে পর্যটকদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement