নিষিদ্ধপল্লীর এলাকার মহিলাদের অভিযোগ, হাসপাতালে গিয়ে গর্ভনিরোধক সামগ্রি চাইলে পাওয়া যায় না। অথচ হাসপাতালে রাজীব নামে এক কর্মী সেই সরকারি সাপ্লাই করা গর্ভনিরোধক সামগ্রী ১৫০ – ২০০ টাকা দরে শহরের এই এলাকার মহিলাদের কাছে বিক্রি করছে। সরকারি সামগ্রি দাম দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন এই মহিলারা।
নিষিদ্ধপল্লী এলাকার মহিলাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবি সংগঠনের সদস্যরা জানান, হাসপাতালের কিছু দালাল এই কাজ করে। হাসপাতাল কতৃপক্ষের এদিকে নজর দেওয়া উচিত। এলাকার মহিলারা ভয় পাচ্ছেন এইচ আই ভি নিয়ে।
advertisement
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শুনে, এই খবর শুনে জেলা হাসপাতালের অস্থায়ী সুপার ডাঃ সজল ভট্টাচার্য বলেন,”এমন অভিযোগ সত্য হলে এটা আমাদের লজ্জার। যারা অভিযোগ করছেন তারা যেন হাসপাতাল সুপার কে বিষয়টি জানান।”জেলা হাসপাতালের পক্ষ থেকে এই বিষয়ে তদন্ত হবে বলে জানা যায়।
Annanya Dey