IND vs AUS 2nd Test: পিঙ্ক বল টেস্টের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে! এই নিয়ে চোটের কবলে ৩ অজি তারকা!

Last Updated:

IND vs AUS 2nd Test: চোট সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না অজিদের। অ্যাডিলেডে অনুশীলন চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়লেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার।

News18
News18
পারথে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। নিজেদের গঢ় অটুট রাখতে ব্যর্থ হয়েছিল ব্যাগি গ্রিনরা। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ঘুড়ে দাঁড়ানোর লড়াই। সেই লক্ষ্যে প্রস্তুতিও শুরু করেছে ক্যাঙারু বাহিনি। কিন্তু চোট সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না অজিদের। অ্যাডিলেডে অনুশীলন চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়লেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার।
বর্ডার-গাভাসকর সিরিজ শুরুর আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। তারপর দ্বিতীয় টেস্টের আগে চোটের কারণে ছিটকে গিয়েছে মিডিয়াম পেসার জস হ্যাজেলউড। এবার অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের ঠিক আগে অনুশীলনে চোট পেলেন অজিদের তারকা ব্যাটার স্টিভ স্মিথ। এমনকী চোটের কারণে নেট ছাড়তেও বাধ্য হন তিনি।
নেটে থ্রো ডাউনে ব্যাটিং অনুশীলন করছিলেন স্টিভ স্মিথ। সেই সময় তাঁকে বল ছুঁড়ছিলেম মার্নাস লাবুশেন। একটি থ্রো ডাউন ডেলিভারি বাজেভাবে লাফিয়ে ওঠে ও স্টিভ স্মিথের গ্লাভসে লাগে। সঙ্গে সঙ্গে দেখা যায় আঙুল নাড়াচ্ছেন স্মিথ। বোঝা যায়, আঙুলে লেগেছে তাঁর। বেশ যন্ত্রণায় ছিলেন অজি তারকা। ফিজিওর কাছেও যান স্মিথ। তারপরই অনুশীলন বেরিয়ে যান স্মিথ।
advertisement
advertisement
প্রসঙ্গত, স্টিভ স্মিথের চোট কতটা গুরুতর সেবিষয়ে অস্ট্রেলিয়া দলের তরফ থেকে এখনও অবশ্য কিছু যায়নি। তবে স্মিথকে দেখে যথেষ্ট অস্বস্তি ও ব্যথায় কাতর মনে হচ্ছিল। যদি এই চোটের কারণে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে স্টিভ স্মিথ খেলতে না পারে তা অস্ট্রেলিয়ার কাছে বিশাল বড় ধাক্কা হতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS 2nd Test: পিঙ্ক বল টেস্টের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে! এই নিয়ে চোটের কবলে ৩ অজি তারকা!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement