TRENDING:

Rare Moth: ডানা দেখতে সাপের মত! বিরল মথের খোঁজ বক্সায়

Last Updated:

Rare Moth: অবাক দর্শনের এই মথটি দেখে কেউ ধরার সাহস পাচ্ছিলেন না। পাখাটি সাপের মুখের মত হওয়াতে ভয়ে কুঁকড়ে গিয়েছেন এলাকাবাসীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: অ্যাটলাস মথের দেখা মিলল কালচিনির বিভিন্ন এলাকাতে। বিরল প্রজাতির এই মথটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। দেখে মনে হবে যেন একটা সাপ! যদিও এই বিরল প্রজাতির মথের দেখা পেয়ে উচ্চসশিত পরিবেশ প্রেমীরা। একে সংরক্ষণ করার আগ্রহ দেখিয়েছে বন দফতর।
advertisement

অদ্ভুত দর্শনের এই মথটি দেখে কেউ ধরার সাহস পাচ্ছিলেন না। পাখাটি সাপের মুখের মত হওয়াতে ভয়ে কুঁকড়ে গিয়েছেন এলাকাবাসীরা। সকলের মনেই ভয়, যদি ছোবল দিয়ে দেয়! যদিও বন দফতরের তরফে এখনও মথটিকে ধরতে পারেনি বলে বক্সা ব্যাঘ্র প্রকল্প সূত্রে জানা গিয়েছে। কালচিনি ও রাজাভাতখাওয়া সংলগ্ন এলাকায় দেখা গিয়েছে প্রাণীটিকে। তবে সংখ্যাতে একটি আছে না অধিক রয়েছে তা দেখছে বন দফতর।

advertisement

আর‌ও পড়ুন: গঙ্গা ভাঙনে সব হারিয়ে ৮ বছর ধরে স্কুলে বাস, পুনর্বাসনের আশায় ভোট দেবেন ওঁরা

এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন ফোনে জানান, বক্সা বৈচিত্রময় এলাকা। এখানে অনেক অজানা প্রাণী রয়েছে। তবে যেই মথটির কথা বলা হয়েছে সেটি ভারতে মেলে না। আমরা ছবি দেখেছি, বনকর্মীরা খোঁজ নিচ্ছে।

advertisement

View More

জানা গেছে, সাধারণত ফিলিপিন্সে দেখা যায় এই বিশেষ ধরণের মথটি। শরীর মৌমাছির মত। পাখা সাপের মুখের মত। এরা টিকটিকি শিকার করে। মাছি খেয়ে থাকে। বন দফতরের তরফে সকলকে আতঙ্কিত হতে বারণ করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rare Moth: ডানা দেখতে সাপের মত! বিরল মথের খোঁজ বক্সায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল