Lok Sabha Election 2024: গঙ্গা ভাঙনে সব হারিয়ে ৮ বছর ধরে স্কুলে বাস, পুনর্বাসনের আশায় ভোট দেবেন ওঁরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Lok Sabha Election 2024: অতিকষ্টে পরিবার নিয়ে স্কুলের মধ্যে কোনওরকমে বসবাস করছে পরিবারগুলি। সরকারি কোনওরকম সহযোগিতা না মেলায় ক্ষোভ প্রকাশ করছেন পরিবারগুলির সদস্যরা
মালদহ: ভিটেমাটি থেকে বসতবাড়ি সমস্ত কিছুই বিলীন হয়েছে গঙ্গার গ্রাসে। গঙ্গা ভাঙনের কবলে পড়ে গৃহহীন হয়েছে বহু পরিবার। প্রায় নয় বছর কেটে গেলেও এখনও মেলেনি পুনর্বাসন। স্থানীয় স্কুল ভবনের একাংশে ত্রাণ শিবিরে রয়েছে একাধিক পরিবার। একের পর এক নির্বাচন আসে, মেলে শুধু প্রতিশ্রুতি। কিন্তু পূর্ণবাসন আজও মেলেনি মালদহের বৈষ্ণবনগর বিধানসভার বিরনগর পঞ্চায়েতের ভাঙন কবলিত এলাকার সর্বহারাদের।
এই পরিস্থিতিতে অতিকষ্টে পরিবার নিয়ে স্কুলের মধ্যে কোনওরকমে বসবাস করছে পরিবারগুলি। সরকারি কোনওরকম সহযোগিতা না মেলায় ক্ষোভ প্রকাশ করছেন পরিবারগুলির সদস্যরা। ফুলকুনি মণ্ডল বলেন, ২০১৬ সালের গঙ্গা ভাঙনে আমাদের বাড়িঘর ভেঙে গিয়েছে। এখনও পর্যন্ত পুনর্বাসন পাইনি। অনেকেই পেয়েছে তবে আমাদের দেওয়া হয়নি, তাই স্কুলেই বসবাস করছি। ভোটের আগে আমরা আমাদের পুনর্বাসনের দাবি তুলছি।
advertisement
advertisement
পুনর্বাসনের আশা নিয়েই এই অসহায় মানুষগুলো এবারও ভোট দেবেন। প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা আসছেন তাঁদের দুয়ারে ভোট চাইতে। নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আর বিশ্বাস হচ্ছে না দূর্গতদের। এই প্রসঙ্গে বৈষ্ণবনগরের প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার বলেন, এক হাজার পরিবার বাড়িঘর সমস্ত কিছু গঙ্গা ভাঙনে হারিয়েছে। রাজ্য সরকার মাত্র ৩০০ টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। বাকি পরিবারগুলি এখনও স্কুলে। কেউ আবার খোলা আকাশের নিচে রয়েছেন।
advertisement
২০২৩ সাল পর্যন্ত গঙ্গা ভাঙনে ওই এলাকার চিনা বাজার, সরকারটোলা , বিননগর সহ বিস্তীর্ণ এলাকা গঙ্গা গর্ভে বিলীন হয়েছে। বাড়িঘর জমি জায়গা সর্বস্ব হারিয়েছে প্রায় এক হাজার পরিবার। কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ স্থানীয় স্কুলে বসবাস শুরু করছেন। কিছু পরিবারকে সরকারিভাবে পূর্ণবাসন দেওয়া হয়েছে। তবে অধিকাংশ পরিবার এখনও কোনওরকম সাহায্য পাননি।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2024 8:09 PM IST