TRENDING:

এলাকায় বীভৎস এক খ্যাপা 'জন্তু'...! তাড়া করল মহিলাদের, তছনচ করল টোটো, বাইক! তার পর যা হল...শিউরে উঠবেন!

Last Updated:

বীভৎস জন্তুর আক্রমণে আহত হন মাঠে কাজ করতে থাকা বেশ কয়েকজন মহিলা। এছাড়া বেশ কিছু ভুট্টার ক্ষেতের ক্ষতিও করে। কয়েকটি বাইক ও টোটো ভেঙে দেয়। তার পর যা হল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: জেলা কোচবিহারের পশ্চিম মোয়ামারির ভুল্লার বাজার এলাকা। আচমকা এই এলাকায় আগমন এক নতুন আতঙ্কের। ফলে আতঙ্কের ছড়িয়ে পড়ে গোটা এলাকার বাসিন্দাদের মধ্যে। এক খ্যাপা মহিষের আক্রমণে এলাকার বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণীটি ভেঙেছে বেশ কয়েকটি বাইক ও টোটো গাড়ি। এছাড়া নষ্ট করেছে ভুট্টার ক্ষেত। তারপর কোনও ক্রমে প্রাণীটিকে আটক করে এলাকার মানুষ। বর্তমানে সময়ে সেই আটক হওয়া প্রাণীটিকে দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
আটক হওয়া ক্ষ্যাপা মহিষ
আটক হওয়া ক্ষ্যাপা মহিষ
advertisement

আরও পড়ুন- কাঁদতে কাঁদতে ব্যাঙ্কে এলেন মহিলা! বললেন, ‘আমার অ্যাকাউন্টে…’ দেখেই মাথায় বাজ পড়ল ম্যানেজারের! এ কী?

আরও পড়ুন- রোজ এইভাবে ‘হলুদ’ খাচ্ছেন? ঝাঁঝরা হয়ে যেতে পারে ‘কিডনি’…! জানেন কী ক্ষতি হচ্ছে? ডাক্তারের পরামর্শ শুনুন

এলাকার এক স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান জানান, \”একটি খ্যাপা মহিষ আচমকাই এলাকায় আসে। মহিষের আক্রমণে আহত হন মাঠে কাজ করতে থাকা বেশ কয়েকজন মহিলা। এছাড়া মহিষটি বেশ কিছু ভুট্টার ক্ষেতের ক্ষতিও করে। কয়েকটি বাইক ও টোটো ভেঙে দেয়। খবর পাঠানো হয় পুলিশের কাছে। পুলিশের উপস্থিতিতে স্থানীয় মানুষেরা পরে মহিষটিকে আটক করতে সক্ষম হয়। তবে মহিষের মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে।\”

advertisement

কত সাবস্ক্রাইবার, ‘ভিউ’ হলে ইউটিউব টাকা দেয়? ‘সহজ’ নিয়মটা জানলে ঘরে বসেই আনবেন লাখ লাখ টাকা!

আরও পড়ুন- বলুন তো, কোন ফলে সবচেয়ে বেশি ‘ভিটামিন C’ থাকে? লেবু নয় কিন্তু…! উত্তর জানেন না ৯৯%, চমকাবেন শিওর!

পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, \”আক্রান্ত স্থানীয়দের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মহিষের মালিকের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। মালিকের বাড়ি দিনাহাট পেটলা এলাকায়।\” তবে স্থানীয়দের একাংশের দাবি, ‘মহিষের আক্রমণে ক্ষতিগ্রস্থ মানুষেদের ক্ষতিপূরণ দিতে হবে মহিষের মালিককে। নাহলে মহিষটিকে ছাড়া মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে না। তবে এভাবে আচমকা এলাকায় ক্ষ্যাপা মহিষের আক্রমনে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এলাকায় বীভৎস এক খ্যাপা 'জন্তু'...! তাড়া করল মহিলাদের, তছনচ করল টোটো, বাইক! তার পর যা হল...শিউরে উঠবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল