এলাকার এক স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান জানান, \”একটি খ্যাপা মহিষ আচমকাই এলাকায় আসে। মহিষের আক্রমণে আহত হন মাঠে কাজ করতে থাকা বেশ কয়েকজন মহিলা। এছাড়া মহিষটি বেশ কিছু ভুট্টার ক্ষেতের ক্ষতিও করে। কয়েকটি বাইক ও টোটো ভেঙে দেয়। খবর পাঠানো হয় পুলিশের কাছে। পুলিশের উপস্থিতিতে স্থানীয় মানুষেরা পরে মহিষটিকে আটক করতে সক্ষম হয়। তবে মহিষের মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে।\”
advertisement
কত সাবস্ক্রাইবার, ‘ভিউ’ হলে ইউটিউব টাকা দেয়? ‘সহজ’ নিয়মটা জানলে ঘরে বসেই আনবেন লাখ লাখ টাকা!
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, \”আক্রান্ত স্থানীয়দের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মহিষের মালিকের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। মালিকের বাড়ি দিনাহাট পেটলা এলাকায়।\” তবে স্থানীয়দের একাংশের দাবি, ‘মহিষের আক্রমণে ক্ষতিগ্রস্থ মানুষেদের ক্ষতিপূরণ দিতে হবে মহিষের মালিককে। নাহলে মহিষটিকে ছাড়া মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে না। তবে এভাবে আচমকা এলাকায় ক্ষ্যাপা মহিষের আক্রমনে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
সার্থক পণ্ডিত