আরও পড়ুন: মফস্বলের সাধারণ ডিগ্রি কলেজের ক্যাম্পাসিংয়ে TCS! ৩২ পড়ুয়ার চাকরি
রমজান মাসের রোজা রেখেই এই তিন যুবক পায়ে হেঁটে রওনা দিল আজমীর শরিফের উদ্দেশ্যে। তিনজনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মিলনপল্লি এবং আমা বাগান এলাকায়। ওই তিনজনের নাম হল সরফরাজ আলম, ওয়াসিম আলম এবং আফজাল আলম। তাঁরা দীর্ঘ ১৬০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে এক মাসে রাজস্থানের আজমীর শরিফ পৌঁছবেন। পিঠে ভারতের জাতীয় পতাকা ও পেছনে একটি ভারী ব্যাগে পোস্টার সেঁটে পথ হাঁটছেন ওই যুবকরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাঁদের আজমীর শরিফ যাওয়ার মূল উদ্দেশ্য হল ঈশ্বর ও মানুষের সেবায় জীবন নিয়োজিত করার বার্তা দেওয়া। এই প্রসঙ্গে ওই তিনজনের অন্যতম ওয়াসিম আলম জানান, টাকা পয়সা নয়, ভগবানের সেবাই পরম ধর্ম। আমরা ইসলাম ধর্মে জন্মেছি। তিন বন্ধু মিলে প্রথমে ফেসবুকে রিলস ও ভিডিও বানাতাম। তারপর সেটা ছেড়ে তিন বন্ধু মিলেই সিদ্ধান্ত নিয়েছি ঈশ্বরের সেবায় জীবন নিয়োজিত করব। রাস্তায় যেতে যেতে যদি সাধারণ দুঃস্থ মানুষদের উপকার করতে পারি সেই চেষ্টা করব।
পিয়া গুপ্তা