Bengali News: মফস্বলের সাধারণ ডিগ্রি কলেজের ক্যাম্পাসিংয়ে TCS! ৩২ পড়ুয়ার চাকরি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
চন্দননগর বৌবাজার এলাকায় অবস্থিত খলিসানি কলেজ। ন্যাকের বি প্লাস প্লাস ক্যাটাগরির কলেজ এটি
হুগলি: কোনও ইঞ্জিনিয়ারিং কলেজ নয়, সাধারণ সরকারি ডিগ্রি কলেজ থেকে ক্যাম্পাসিং-এর মাধ্যমে বহুজাতিক সংস্থায় চাকরি পেল রাজ্যের ৩২ জন পড়ুয়া। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে চন্দননগরের খলিশানি কলেজে। ছাত্র-ছাত্রীদের সাফল্যে খুশি অধ্যাপক ও অধ্যাপিকা থেকে অভিভাবকরা।
চন্দননগর বৌবাজার এলাকায় অবস্থিত খলিসানি কলেজ। ন্যাকের বি প্লাস প্লাস ক্যাটাগরির কলেজ এটি। সেই কলেজে আর্টস, কমার্স, সায়েন্সে প্রায় আড়াই হাজার পড়ুয়া পড়ে। টাটার মত বহুজাতিক সংস্থাকে ক্যাম্পাস নিয়ে আসতে পেরেছিল কলেজ কর্তৃপক্ষ। সেখান থেকে ৩২ জন পড়ুয়ার চাকরি হয়েছে। যা গোটা রাজ্যের মধ্যে নজির।
advertisement
advertisement
খলিসানি কলেজের অধ্যক্ষ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকারে উৎকর্ষ বাংলা কলেজের সঙ্গে টিসিএস-এর যোগাযোগ করিয়ে দিয়েছিল। গত ১০ মার্চ কলেজে ক্যাম্পাসিং হয়। ৪৫৩ জন পড়ুয়া নাম নথিভুক্ত করেছিল। ১০৯ জনকে বেছে নিয়ে তার মধ্যে থেকে পরীক্ষা নেয় টিসিএস। শেষ পর্যন্ত ৩২ জন পড়ুয়া চাকরি পায়।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এদিন সেই নির্বাচিত পড়ুয়াদের কাছে চাকরি কনফার্মেশনের মেল এসে পৌঁছয়। সাধারণ ডিগ্রি কলেজে পড়েও যে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে টিসিএস-এর মত বড়ো বহুজাতিক সংস্থায় চাকরি পাওয়া যেতে পারে তা অনেকেরই ধারণা ছিল না। ফলে সকলেই খুশি হয়েছেন।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2024 9:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: মফস্বলের সাধারণ ডিগ্রি কলেজের ক্যাম্পাসিংয়ে TCS! ৩২ পড়ুয়ার চাকরি