Bengali Video: কমিশন ভোটের দিন ঘোষণার আগেই নতুন স্বাস্থ্যমন্ত্রী'র শপৎ! পুরোটা জানতে দেখুন ভিডিও

Last Updated:

এই বিদ্যালয়ে মোট ১৫৩ জন ছাত্র-ছাত্রী আছে। তাদের ৮০ জনের মধ্যে ৭৭ জন এদিন ভোট দান করে

+
চলছে

চলছে খুদেদের নির্বাচন পর্ব

মুর্শিদাবাদ: নির্বাচনে সাধারণত লড়াই করেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। তবে স্কুলের নির্বাচনে লড়াই করলেন খুদে পড়ুয়ারা। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার মত ঘটনাই বটে। সামনেই লোকসভা নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে ঠিক সেই সময় খুদেদের নির্বাচন হল মুর্শিদাবাদে। তাতে প্রধানমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী সকলেই নির্বাচিত হলেন।
মুর্শিদাবাদের সালার থানার টেঁয়া বায়েনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিশুসংসদ নির্বাচন। সেই নির্বাচনের দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস হবে এমন, ছোট ছোট ছেলেমেয়েদের সে কী উৎসাহ।
advertisement
এই বিদ্যালয়ে মোট ১৫৩ জন ছাত্র-ছাত্রী আছে। তাদের ৮০ জনের মধ্যে ৭৭ জন এদিন ভোট দান করে।ল তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পড়ুয়াদের নিয়ে এই শিশু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে ৯৬ শতাংশ ভোট পড়ে। মোট ১২ জন প্রতিদ্বন্দ্বী ছাত্র ও ছাত্রীর মধ্যে ইন্টারভিউ নিয়ে ৬ টি পদে ৬ জনকে বেছে নেওয়া হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ছোট্ট ছোট্ট শিশুদের নির্বাচনে অংশগ্রহণ ও সমগ্র নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে খুশি হয়েছেন শিক্ষকরাও। যে কোনও নির্বাচনে যেমন নির্বাচন কক্ষের প্রবেশ পথ, পোলিং এজেন্ট, পোলিং অফিসার, ভোটদান কক্ষ, ব্যালট বাক্স, প্রস্থান থাকে এখানেও সেই সবকিছু ছিল। প্রিজাইডিং অফিসার সমগ্র নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন। যতটা সম্ভব শিশুদের উপযোগী সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়ার প্রার্থী নির্বাচন করা হয়। এই ভোটের মাধ্যমে নির্বাচিত খুদে খাদ্যমন্ত্রীর কাজ হল স্কুলের মিড ডে মিল ঠিকঠাক চলছে কিনা তা দেখা। স্বাস্থ্যমন্ত্রীর কাজ ছাত্রছাত্রীরা ঠিকমতো নখ, চুল কাটছে কিনা বা ‘বেসিক হাইজিন’ মেনে চলছে কিনা তা দেখা। পরিবেশমন্ত্রী স্কুল প্রাঙ্গণ পরিষ্কার রাখার বিষয়টি নজরে রাখে। আর ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব ছাত্রছাত্রীরা ঠিকমত শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখছে কিনা তা দেখা।
advertisement
ছাত্র-ছাত্রীদের মনে ছোট থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্বন্ধে ধারণা তৈরি করতেই এমন উদ্যোগ। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের পদ্ধতিতেই ব‍্যালটের মাধ‍্যমে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। তারপর শুরু হয় গণনার কাজ। তবে নিজেরা নিজেদের ভোট দান করতে পেরে বেশ খুশি কচিকাঁচারা।
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Video: কমিশন ভোটের দিন ঘোষণার আগেই নতুন স্বাস্থ্যমন্ত্রী'র শপৎ! পুরোটা জানতে দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement