অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর রামনবমী উপলক্ষে এই মহা মিছিলে অতীতের থেকেও বেশি জনসমাগম হয়েছিল বলে আয়োজকদের দাবি। স্টেটফ্রাম কলোনি থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা শেষ হয় ইসলামপুরের সুভাষ নগর জুনিয়র হাইস্কুলের মাঠে। এই শোভাযাত্রায় শিশুদের রাম-সীতার বেশে সাজানো হয়।
আরও পড়ুন: এখানকার রাম নীল নয়, সবুজ! ৩০০ বছরের পুরনো বাংলার এই পুজো
advertisement
এদিকে রামনবমীকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই পুলিশের টহলদারি ছিল জেলাজুড়ে। এদিন রামনবমীর মিছিলে হাজির ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। এদিকে রামনবমীর শোভাযাত্রা শুরু হওয়ার আগে গো মাতা ও ভগবান রামের পুজো করা হয়। এই শোভাযাত্রায় উত্তর দিনাজপুরের বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকেও অনেকে এসে যোগ দিয়েছিলেন।
পিয়া গুপ্তা





