Ram Navami 2024: এখানকার রাম নীল নয়, সবুজ! ৩০০ বছরের পুরনো বাংলার এই পুজো

Last Updated:
Ram Navami 2024: ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী রাম পুজো হাওড়ার রামরাজাতলায়। এখানকার রাম মূর্তি আর সব জায়গা থেকে বৈশিষ্ট্যে অনেকটাই আলাদা
1/7
রাম পুজোয় লক্ষাধিক ভক্ত সমাগম রামরাজাতলায়। এখানে সারা বাংলা থেকে ভক্ত আসেন এদিন। রামরাজাতলার রাম পুজো প্রায় তিন শতাব্দী প্রাচীন।
রাম পুজোয় লক্ষাধিক ভক্ত সমাগম রামরাজাতলায়। এখানে সারা বাংলা থেকে ভক্ত আসেন এদিন। রামরাজাতলার রাম পুজো প্রায় তিন শতাব্দী প্রাচীন।
advertisement
2/7
জেলার বিভিন্ন প্রান্তে ছোট-বড় বহু রাম পুজোর আয়োজন হলেও রাম নবমীতে রামরাজাতলায় পুজো দেওয়ায় আকর্ষণ থাকে প্রায় প্রত্যেক মায়ের। এখানে নবমীর ভোর থেকে পুজো শুরু হয়।
জেলার বিভিন্ন প্রান্তে ছোট-বড় বহু রাম পুজোর আয়োজন হলেও রাম নবমীতে রামরাজাতলায় পুজো দেওয়ায় আকর্ষণ থাকে প্রায় প্রত্যেক মায়ের। এখানে নবমীর ভোর থেকে পুজো শুরু হয়।
advertisement
3/7
সারা দেশে রাম-সীতা-হনুমানের যে ধরনের মূর্তি বা ছবি দেখা যায় তার থেকে সম্পূর্ণ আলাদা ধরনের মূর্তি রামরাজাতলায়। এখানে প্রায় দু'তলার সমান রাম মূর্তি। সাধারণত সর্বত্র রামের শরীর নীল রঙের হয়, কিন্তু এখানে রামের শরীরের রং সবুজ।
সারা দেশে রাম-সীতা-হনুমানের যে ধরনের মূর্তি বা ছবি দেখা যায় তার থেকে সম্পূর্ণ আলাদা ধরনের মূর্তি রামরাজাতলায়। এখানে প্রায় দু'তলার সমান রাম মূর্তি। সাধারণত সর্বত্র রামের শরীর নীল রঙের হয়, কিন্তু এখানে রামের শরীরের রং সবুজ।
advertisement
4/7
এখানে রাম-সীতা অনেকটা বাঙালি গড়নের রাজার বেশে। এক কাঠামোয় রাম সহ বিভিন্ন দেবদেবী একইসঙ্গে রয়েছে। এখানে প্রভু রাম'কে ঘিরে বিভিন্ন দেবদেবী। রামের বাম দিকে রয়েছে দেবী সীতা, অন্যদিকে মহাদেব।
এখানে রাম-সীতা অনেকটা বাঙালি গড়নের রাজার বেশে। এক কাঠামোয় রাম সহ বিভিন্ন দেবদেবী একইসঙ্গে রয়েছে। এখানে প্রভু রাম'কে ঘিরে বিভিন্ন দেবদেবী। রামের বাম দিকে রয়েছে দেবী সীতা, অন্যদিকে মহাদেব।
advertisement
5/7
এছাড়াও ব্রহ্মা, সরস্বতী সহ আরও প্রায় ২৫ টি দেবদেবী রয়েছে। রাম ঠাকুরের সঙ্গে সমস্ত দেব-দেবীর মধ্যে সবার উপরে রয়েছে সরস্বতী।
এছাড়াও ব্রহ্মা, সরস্বতী সহ আরও প্রায় ২৫ টি দেবদেবী রয়েছে। রাম ঠাকুরের সঙ্গে সমস্ত দেব-দেবীর মধ্যে সবার উপরে রয়েছে সরস্বতী।
advertisement
6/7
এখানে রামনবমী থেকে প্রায় চার মাস চলে পুজোর আয়োজন। রাম ঠাকুরের মূর্তির সামনেই রয়েছে হনুমান। সমগ্র জেলা সহ সারা বাংলা থেকে ভক্তরা আসেন পুজো দিতে।
এখানে রামনবমী থেকে প্রায় চার মাস চলে পুজোর আয়োজন। রাম ঠাকুরের মূর্তির সামনেই রয়েছে হনুমান। সমগ্র জেলা সহ সারা বাংলা থেকে ভক্তরা আসেন পুজো দিতে।
advertisement
7/7
রাম বিসর্জনের সময় লাখো-ভক্ত সমাগম ঘটে। এই রাম পুজো উপলক্ষে এখানের মেলা একটানা কয়েক মাস চলে। যা মনে করা হয় বাংলার সব থেকে বেশি দিন ধরে চলা মেলাগুলোর মধ্যে একটি।
রাম বিসর্জনের সময় লাখো-ভক্ত সমাগম ঘটে। এই রাম পুজো উপলক্ষে এখানের মেলা একটানা কয়েক মাস চলে। যা মনে করা হয় বাংলার সব থেকে বেশি দিন ধরে চলা মেলাগুলোর মধ্যে একটি।
advertisement
advertisement
advertisement