জলপাইগুড়ি জেলায় ছড়িয়ে পড়েছে লেপ্টোস্পাইরা ও হেপাটাইটিস-এ’র সংক্রমণ। বিশেষত রাজগঞ্জ ব্লকের পেলকুগছ, চেকরমারি ও গিরানগছ এলাকায় একাধিক মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন। কারও কারও চোখ হলুদ হয়ে যাচ্ছে, থাকছে বমিভাব, আর অনেকের জ্বর দীর্ঘদিন ধরে কমছে না।স্বাস্থ্য দফতরের সূত্রে জানা গেছে, অপরিস্রুত পানীয় জল ও ইঁদুরের মূত্র থেকেই মূলত এই সংক্রমণ ছড়াচ্ছে।
advertisement
আরও পড়ুন- ঝাঁকে-ঝাঁকে ইলিশ, গোটা বছর এবার বাজার ভাসবে ইলিশে, সব রেকর্ড ভাঙতে তৈরি দিঘা! জানুন
আক্রান্তদের মধ্যে শিশু-কিশোরের সংখ্যাই বেশি, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।পরীক্ষায় চমকে ওঠার মতো তথ্য উঠে এসেছে—৪০ জন রোগীর রক্তের নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে লেপ্টোস্পাইরা, ১৪ জনের শরীরে হেপাটাইটিস-এ, দু’জনের শরীরে স্ক্রাব টাইফাস এবং একজনের শরীরে একাধিক রোগের জীবাণু ধরা পড়েছে। সকলকে রাজগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে চিকিৎসা চলছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার জানান, “আতঙ্কের কিছু নেই ।আক্রান্তদের দ্রুত চিকিৎসা করা হচ্ছে। এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে।” পাশাপাশি, সংক্রমণ রোধে গণশারীরিক পরীক্ষা, পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।চিকিৎসকদের পরামর্শ, জ্বর বা সর্দিকাশি দেখা দিলে দেরি না করে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হবে। সময়মতো চিকিৎসা পেলে রোগীরা সুস্থ হয়ে উঠবে।