Hilsa Fish: ঝাঁকে-ঝাঁকে ইলিশ, গোটা বছর এবার বাজার ভাসবে ইলিশে, সব রেকর্ড ভাঙতে তৈরি দিঘা! জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Hilsa Fish: ইলিশ মাছ নিয়ে বাঙালির চিন্তা এবার শেষ হতে চলেছে। সারা বছরই এবার পাওয়া যাবে লোভনীয় সব ইলিশ। দিঘায় যা কাণ্ড ঘটছে, ভাবতে পারবেন না।
advertisement
advertisement
ইলিশ মাছ জনপ্রিয় তার স্বাদের জন্য। চড়া দামে ইলিশ কিনে রসনা তৃপ্তিতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করে না ভোজনরসিক বাঙালি। ভাল সাইজের ইলিশ মাছ, চওড়া পেটি, সঙ্গে ডিম, তেল কত কিছুই যেন ভাবনা জাগে বাঙালির মনে। সেই সুপ্ত বাসনা দিন দিন হারাচ্ছে আম বাঙালির। বাজারে ইলিশ পাওয়া গেলেও চেনা গন্ধ ও স্বাদ উধাও ভোজন রসিক বাঙালির মুখ ভার! কারণ বাজারে ভাল মানের ইলিশ নেই।
advertisement
advertisement
মাছের প্রজনন রক্ষা এবং ইলিশ রক্ষার্থে, এমনকী ছোট ধানি মাছ যাতে নিধন যাতে না হয় ডায়মন্ড সাইজ নেটের পরিবর্তে স্কয়ার নেট ব্যবহারের উপর জোর গুরুত্ব দিল দিঘা ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়। এই সেমিনারে মৎস্যজীবী, ট্রলার মালিক-সহ মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
সেমিনারে মূলত ডায়মন্ড নেটের পরিবর্তে স্কয়ারনেট ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়া হয়। এবং ১৫ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত টলার মালিকের এই জাল ব্যবহার করার কথা বলা হয়েছে। এ বিষয়ে দিঘা ফিশারমেন এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব কর বলেন, 'এটা আমরা পরীক্ষামূলক ভাবে চালু করে দেখেছি, ইতিমধ্যে ওড়িশা ও অন্ধ্র এই স্কয়ার নেট ব্যবহার হচ্ছে মাছ শিকারে। পশ্চিমবঙ্গে দিঘা-সহ সমস্ত কেন্দ্রগুলিতে এই জাল যাতে ব্যবহার করে তার জন্য আমরা সবাইকে অনুরোধ করব।'
advertisement