ফালাকাটার সরুগাও চা বাগানের এক প্রত্যন্ত গ্রামের ছেলে রাজ প্রধান। ক্যারাটেতে জাতীয় পর্যায়ে নাম লেখানোর গৌরব অর্জন করেছেন। শিলিগুড়ির এক স্পোর্টস অ্যাকাডেমির এই প্রতিভাবান ক্যারাটে খেলোয়াড় সম্প্রতি জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গ দলে নিজের স্থান নিশ্চিত করেন। জাতীয় স্তরের প্রতিযোগিতায় এবার পশ্চিমবঙ্গ থেকে তিনি একাই যাচ্ছেন।
advertisement
আরও পড়ুন: গরু, ছাগল কিছুই ফেলে রাখছে না! লেপার্ডের জ্বালায় অতিষ্ঠ বাসিন্দাদের ওষুধ ‘খাঁচা’
গত ৮ মার্চ কলকাতায় অনুষ্ঠিত নির্বাচনী ইভেন্টে সাফল্য অর্জনের পর, তিনি আগামী ২৬ থেকে ২৯ মার্চ তেলেঙ্গানার হায়দরাবাদে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের থেকে প্রতিনিধিত্ব করবেন। এই বিশাল প্রাপ্তি অর্জনের পেছনে তার প্রশিক্ষক সেনসেই রিজং তামাং-এর কঠোর পরিশ্রম ও দিকনির্দেশনা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তেমনই তার বাবা-মায়ের উৎসাহ ও সমর্থন তাকে সব সময় এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ প্রধানের কথায়, “বাবা, মা দুজনেই চা বাগানের শ্রমিক। উত্তরবঙ্গের চা বাগানের পরিস্থিতি সকলের জানা। কখনও খোলা আবার কখনও বন্ধ থাকে বাগান। আমাদের ঘরে বিনোদনের কোনও কিছু ছিল না। ছোট থেকে খেলাধুলোতে মন ছিল। এলাকার মাঠে তখন আমার প্রশিক্ষক অন্যান্য খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতেন। আমি গিয়ে দেখতাম। তাঁর প্রচেষ্টায় এগিয়ে আসা।”
Annanya Dey





