হাসপাতালের ভিতরে অন্ধকার দেখে স্থানীয় কয়েকজন ভিতরে ঢুকে মোবাইল ফোনে ভিডিও তোলেন বলে দাবি। সেই ভিডিওর ভিত্তিতেই প্রকৃত চিত্রটি সামনে আসে এবং তা ভাইরাল হয়। এই বিষয়ে নিয়ে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি লোকাল ১৮ বাংলা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হরিরামপুর ব্লকের বালিহারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ১০ টি বেড রয়েছে।
advertisement
আরও পড়ুন: ভারী বৃষ্টির জেরে তিস্তার ব্যারেজ থেকে জল ছাড়ায় নতুন করে প্লাবিত হল বহু এলাকা
এ দিকে ওই ভিডিওতে শুরুতেই দেখা যাচ্ছে, স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ঘুটঘুটে অন্ধকার। ভেতরে ঢোকার পরেই দেখা যাচ্ছে, বহির্বিভাগ, লেবার রুমের সামনে অন্ধকার। তার মধ্যে একজন প্রসূতি রোগীও ছিল। তাঁর পাশেই শুয়ে সদ্যোজাত শিশু ছিল। ওই সদ্যোজাতের বাবা পাশে দাঁড়িয়ে ঘেমে ভিজে পাখা দিয়ে মা ও সন্তানকে হাওয়া দিচ্ছে।
আরও পড়ুন: রাস্তা ভেঙে দুরমুশ হয়ে গেল, রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন এই জেলা এবং সিকিম, কী করবে
এ বিষয়ে ওই সদ্যোজাতের বাবা বলেন, “ঘন্টা তিনেক ধরে বিদ্যুৎ নেই। এভাবেই গরমের মধ্যে দাঁড়িয়ে হাওয়া দিচ্ছি। উপায় নেই বলেই বাধ্য হয়েই রোগীকে রাখতে হচ্ছে।”
এই চিত্র সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে বিস্ফোরক মন্তব্য করেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে জেলার স্বাস্থ্য পরিকাঠামোর হাল নিয়ে প্রশ্ন তোলেন তিনি।এরপরেই পোস্টটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। তবে, তিন ঘণ্টা কেন স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ ছিল না তা তদন্ত করে দেখা হবে বলে জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।