ভারী বৃষ্টির জেরে তিস্তার ব্যারেজ থেকে জল ছাড়ায় নতুন করে প্লাবিত হল বহু এলাকা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
উত্তরবঙ্গে পাহাড়ি নদী তিস্তা ফুলে ফেঁপে উঠেছে। প্রবল জলস্রোতে তিস্তার ধারে থাকা রাস্তা ও ব্রিজ কার্যত জলের তলায়। রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে নদীর জল।
উত্তর থেকে দক্ষিণ—টানা বৃষ্টিতে জেরবার রাজ্যের একাধিক জেলা। দক্ষিণবঙ্গের বহু এলাকা জলের তলায়, অন্যদিকে উত্তরের পাহাড়ি অঞ্চলে তৈরি হয়েছে ধসের আশঙ্কা। আবহাওয়ার মারমুখী রূপে চিন্তায় প্রশাসন।
উত্তরবঙ্গে পাহাড়ি নদী তিস্তা ফুলে ফেঁপে উঠেছে। প্রবল জলস্রোতে তিস্তার ধারে থাকা রাস্তা ও ব্রিজ কার্যত জলের তলায়। রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে নদীর জল।
advertisement
advertisement
বেশ কিছুদিন ধরেই ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। এরমাঝেই তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হল নতুন এলাকা। মূলত, তিস্তা অধ্যুষিত নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হয়েছে বলে খবর। আর তার জেরে মেখলিগঞ্জের ৫৫ টি পরিবারকে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে। মোট সালুগোড়া তে ৮২ টি পরিবারকে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে।
advertisement
গতকালই জলপাইগুড়ি টোটগাঁওতে ৪৩ টি পরিবারকে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছিল।অন্যদিকে পদ্মা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ফলে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকে ৬৭ পরিবারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 30, 2025 1:23 PM IST










