Indian Railways: ট্রেন দাঁড়াল সেতুর উপর! জীবন হাতে নিয়ে লাখ লাখ যাত্রীর প্রাণ বাঁচালেন সহকারী চালক! ভাইরাল ভিডিও

Last Updated:

Indian Railways: জীবন হাতে করে ট্রেন সারালেন চালক! সাহসিকতার নজির তিস্তা সেতুতে। রুদ্ধশ্বাস এক মুহূর্ত! চলন্ত ট্রেন আচমকাই থেমে গেল তিস্তা সেতুর উপর।

+
সহকারী

সহকারী চালক

জলপাইগুড়ি: জীবন হাতে করে ট্রেন সারালেন চালক! সাহসিকতার নজির তিস্তা সেতুতে। রুদ্ধশ্বাস এক মুহূর্ত! চলন্ত ট্রেন আচমকাই থেমে গেল তিস্তা সেতুর উপর। হাজারো যাত্রীর প্রাণ তখন ঝুলছে এক সুতোর উপর। ঠিক সেই সময় নিজের জীবন বিপন্ন করে যান্ত্রিক ত্রুটি সারালেন সহকারী চালক কুমার সৌরভ।সম্প্রতি এমনই দুঃসাহসিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যেখানে দেখা যাচ্ছে রেলের এক চালক ট্রেনের তলায় ঢুকে সারাচ্ছেন যান্ত্রিক ত্রুটি।
ট্রেনটি রয়েছে একটি সেতুর উপর। ঠিক কী হয়েছিল এদিন? ১৫৭০৪ ডাউন নিউ বঙ্গাইগাঁও–এনজেপি বিজি প্যাসেঞ্জার ট্রেনটি হঠাৎ থেমে যায় জলপাইগুড়ি রোড স্টেশনের কাছে তিস্তা নদীর সেতুতে। যান্ত্রিক ত্রুটিতে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। আর তখনই ভয়-শঙ্কা উপেক্ষা করে সহকারী চালক হামাগুড়ি দিয়ে ট্রেনের তলা দিয়ে গিয়ে সমস্যার উৎস খুঁজে বার করেন এবং তা মেরামত করেন।
advertisement
advertisement
প্রায় ৪৫ মিনিট পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। রেল সূত্রে জানা গেছে, ওইদিন জল্পেশ শ্রাবণী মেলা চলছিল। বহু ভক্ত সেই ট্রেনেই পুজো দিতে যাচ্ছিলেন। অভিযোগ, কোনও যাত্রী হয়তো নদীতে স্নানের উদ্দেশ্যে জোর করে ট্রেন থামিয়ে দেন। আর সেই সুযোগেই রেললাইনের পাশ দিয়ে বিপজ্জনকভাবে যাত্রীদের হাঁটাচলা শুরু হয়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি–ভিডিও।
advertisement
এই ঘটনা যেমন সহকারী চালকের সাহসিকতার নিদর্শন, তেমনই যাত্রী নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তোলে। সেতুর উপর এই ধরনের যাতায়াত কতটা ঝুঁকিপূর্ণ তা ফের একবার সামনে আনল এই ঘটনা।রেলের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। তবে কুমার সৌরভের মতো চালকদের উপস্থিত বুদ্ধির জেরে এদিন বড়সড় দুর্ঘটনা আটকানো সম্ভব হল!
সুরজিৎ দে 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: ট্রেন দাঁড়াল সেতুর উপর! জীবন হাতে নিয়ে লাখ লাখ যাত্রীর প্রাণ বাঁচালেন সহকারী চালক! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement