Bangla News: দিল্লিতে পরিচারিকার কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে আটক গৃহবধূ! থানায় দ্বারস্থ শাশুড়ি

Last Updated:

Bangla News: দিল্লিতে পরিচারিকার কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে আটক এক গৃহবধূ।নদীয়ার শান্তিপুর থানায় দ্বারস্থ শাশুড়ি। নদীয়ার শান্তিপুর থানা এলাকার নতুনহাট ঘরামীপাড়ার বাসিন্দা ধৃত মহিলা শাকিলা বিবি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রঞ্জিত সরকার, নদীয়া:  দিল্লিতে পরিচারিকার কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে আটক এক গৃহবধূ।নদীয়ার শান্তিপুর থানায় দ্বারস্থ শাশুড়ি। নদীয়ার শান্তিপুর থানা এলাকার নতুনহাট ঘরামীপাড়ার বাসিন্দা ধৃত মহিলা শাকিলা বিবি।
আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ, মামলার নিষ্পত্তিতে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট!ওবিসি মামলায় বড় স্বস্তি রাজ্যের
বৌমাকে ফেরত পেতে শান্তিপুর থানার দারস্ত শাশুড়ি। মহিলার শাশুড়ি আজ শান্তিপুর থানায় এসে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করেন। দীর্ঘ কয়েক মাস আগে ছেলে শহিদুল শেখের সঙ্গে তাঁর স্ত্রী শাকিলা বিবি দিল্লিতে গিয়েছিলেন কাজে। সেখানেই পরিচালিকার কাজ করতেন শাকিলা বিবি এবং দিনমজুরের কাজ করতেন শহিদুল।
advertisement
advertisement
কয়েকদিন দিন আগে তাঁর বৌমাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশী সন্দেহে। বৌমাকে আটক দেখে ছেলে সেখানে থেকে পালিয়ে যায়। এরপরই তাঁর বৌমা বাড়িতে ফোন করে জানায় সমস্ত কাগজপত্র দিল্লিতে প্রশাসনকে যদি পাঠানো হয় তাহলে ছেড়ে দেওয়া হবে। আর সেই কারণেই শান্তিপুর থানা এসে ভারতীয় হওয়ার প্রমাণপত্র দিয়ে যান বৃদ্ধা শাশুড়ি। ঘটনায় প্রশাসন তৎপরতার সঙ্গে বিষয়টি দেখছে বলেও প্রশাসনিক সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: দিল্লিতে পরিচারিকার কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে আটক গৃহবধূ! থানায় দ্বারস্থ শাশুড়ি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement