TRENDING:

Siliguri News: বিশাল কোল্ড স্টোরেজ, শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি, ৯৬ স্টল সব থেকেও কিছুই নেই! দিশাহীন আনারস হাবের ৭০ হাজার চাষি

Last Updated:

কোটি টাকার আনারস ডেভেলপমেন্ট সেন্টার আজ শুধু আনারস চাষিদের স্বপ্ন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ভারতের আনারস উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত বিধাননগরে প্রায় ৭০,০০০ কৃষক আনারস চাষ করেন। দার্জিলিং জেলার বিধাননগরকে এক কথায় আনারস হাব বলা হয়। শুধু তাই নয়, বিধাননগরকে দার্জিলিং জেলার গেটও বলা হয়। তবে উন্নয়নের আশায় ধুঁকছেন আনারস চাষিরা। কোটি টাকার আনারস ডেভলপমেন্ট সেন্টার বর্তমানে পরিত্যক্ত জঞ্জাল।
advertisement

কোটি কোটি টাকা খরচ করে শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বিধাননগরে তৈরি করা হয়েছিল আনারস ডেভেলপমেন্ট সেন্টার। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে প্রায় ১৭ কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল এই আনারস ডেভলপমেন্ট সেন্টারটি। এরপর বছরের পর বছর কেটে গেলেও সেই সেন্টার আজ অবধি চালু হয়নি। অভিযোগ প্রথমে বাম জমানা এবং পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দু’দুবার ঘটা করে এই আনারস ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন করা হয়, তবে এ উদ্বোধন করাই সার, উন্নয়ন তো পরের কথা এখনও পর্যন্ত বন্ধ হয়েই পড়ে রয়েছে এই সেন্টারটি।

advertisement

আরও পড়ুন: চার দেওয়ালের মধ্যে আস্ত জঙ্গল! চোখের সামনে ঘুরবে বাঘ, হাতি, গন্ডার! কোথায় জানেন? 

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এটি হল উত্তরবঙ্গের একমাত্র আনারস ডেভেলপমেন্ট সেন্টার অথচ সেই জায়গাতেই কোথাও জঙ্গল গজিয়ে উঠেছে, কোথাও দেওয়াল ভেঙে পড়ছে। কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল কোল্ড স্টোরেজ। সম্ভবত উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় কোল্ড স্টোরেজ ছিল এটি। এই প্রসঙ্গে আনারস চাষি মিন্টু মজুমদার বলেন, আনারসের জন্য দেশব্যাপী পরিচিতি রয়েছে এই এলাকা, তবে সেই জায়গায় দাঁড়িয়ে আনারস চাষ এবং ব্যবসা-বাণিজ্যে উন্নতির জন্য তৈরি বিধাননগরের এই সেন্টার আজ শুধু মাত্র একটি শোপিস। সেখানে পড়ে থেকে নষ্ট হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত নতুন একটি গাড়ি, ৯৬টি স্টল বিশিষ্ট এই সেন্টারে সমস্তটাই চালু হওয়ার কথা থাকলেও আজও তা বন্ধ। এনিয়ে ক্ষোভ রয়েছে আনারস চাষি থেকে ব্যবসায়ীদের মধ্যে। সবকিছুর মাঝে মানুষ চাইছেন যে সেটি অবিলম্বে চালু করা হোক।

advertisement

এই আনারস ডেভলপমেন্ট সেন্টারটি চালু হলে অনেকটাই উপকৃত হবেন ব্যবসায়ী থেকে শুরু করে আনারস চাষিরা। এখান থেকেই দেশ-বিদেশে পাড়ি দেয় এই এলাকার চাষিদের পাশ করা বিখ্যাত আনারস। বর্তমান সময়ে দাঁড়িয়ে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীরা প্রত্যেকেই চাইছেন অবিলম্বে এটিকে চালু করা হোক।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

সুজয় ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: বিশাল কোল্ড স্টোরেজ, শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি, ৯৬ স্টল সব থেকেও কিছুই নেই! দিশাহীন আনারস হাবের ৭০ হাজার চাষি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল