রায়গঞ্জের মিরুয়ালে বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্পে এই স্থায়ী হেলিপ্যাডটি তৈরি হয়েছে। বুধবার নারকেল ফাটিয়ে তার উদ্বোধন করেন দেবশ্রী চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি কুলওয়ান্ত রাই শর্মা ও ২৬ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লিয়েনজাকাই সিটলোউ সহ অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুন: এবার আগুনে পুড়ে খাক হয়ে গেল আউশগ্রামের জঙ্গল
advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, বিভিন্ন সময় জরুরি প্রয়োজনে আকাশ পথে যোগাযোগের প্রয়োজন পড়ে। বিশেষ করে বন্যা বা বড় দুর্ঘটনার সময় আপৎকালীন পরিস্থিতিতে মানুষের প্রাণবাঁচানোর জন্য এখানে হেলিকপ্টার অবতরণের একটা স্থায়ী ব্যবস্থা প্রয়োজন ছিল। এবার থেকে সেটা করা সম্ভব হবে। ভিভিআইপিদের ক্ষেত্রেও এই হেলিপ্যাড ব্যবহার করা যাবে। যার জন্য এখানে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই হেলিপ্যাডের জন্য উত্তর দিনাজপুরের মানুষ অনেকাংশে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন বিএসএফের ডিআইজি কুলওয়ান্ত রাই শর্মা।
মুক্তা সরকার