আরও পড়ুন: বদলে গেল আলু চাষের পদ্ধতি, এবার গাছ থেকে পাওয়া বীজ দিয়েই হবে সব!
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আলিপুরদুয়ার জেলার শালকুমারহাটের মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একজন স্থায়ী চিকিৎসক নিয়োগ করল রাজ্য স্বাস্থ্য দফতর। মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দেবাঞ্জন বর্মণকে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। চিকিৎসক দেবাঞ্জন বর্মন জেলা ও ব্লক স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে স্বাস্থ্য কেন্দ্রে এসে দায়িত্বভার বুঝে নেন। আলিপুরদুয়ার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ এলাকার জনপ্রতিনিধিরা এসে কথা বলেছেন তাঁর সঙ্গে।
advertisement
চিকিৎসক দেবাঞ্জন বর্মণকে দেখে নিশ্চিন্ত গ্রামবাসীরা। এই বিষয়ে আলিপুরদুয়ার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল জানান, এই স্বাস্থ্য কেন্দ্রের উপর এলাকার প্রায় পঞ্চাশ হাজার মানুষ নির্ভরশীল। স্থায়ী চিকিৎসক না থাকাতে বাসিন্দাদের খুবই সমস্যা হত। এই সমস্যা নিয়ে আমরা রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করি। এরপর সমস্যার সমাধান হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গত এক বছর ধরে মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী চিকিৎসক ছিল না। ফলে শালকুমারহাট এলাকার হাজার হাজার মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। অবশেষ স্থায়ী চিকিৎসক আসায় খুশি এলাকাবাসী।
অনন্যা দে