TRENDING:

Maldah: পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে পিষে দিল গাড়ি! দুর্ঘটনার আড়ালে খুন! বিরাট হইচই গোটা এলাকায়

Last Updated:

Maldah : স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতের দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন পাঁচজন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি চার চাকা গাড়িটি সজোরে ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলে মৃত্যু হয় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: গাড়ির ধাক্কায় মৃত্যু শিক্ষা কর্মাধ্যক্ষের, আশঙ্কাজনক অবস্থায় আরও চারজন। চাঞ্চল্য মালদহের হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুরে।
মর্মান্তিক মৃত্যু
মর্মান্তিক মৃত্যু
advertisement

গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নরেন্দ্রনাথ সাহার (৪৫)। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কনুয়া ভবানীপুর এলাকায়।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতের দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন পাঁচজন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি চার চাকা গাড়িটি সজোরে ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই প্রাণ হারান নরেন্দ্রনাথ সাহা। ঘটনায় আহত হন আরও চারজন শেখর সাহা, শশাঙ্ক সাহা, মনোজ কুমার দাস এবং পুলক সাহা।

advertisement

ঘটনা স্থানীয়দের নজরে আসলে গুরুতর জখম অবস্থায় আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় শেখর সাহাকে স্থানান্তর করা হয় শিলিগুড়িতে এবং শশাঙ্ক সাহাকে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বাকি দু’জনের মধ্যে একজনকে মালদহ মেডিক্যাল কলেজ এবং অপরজন রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

View More

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করে। যদিও মৃতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে দুর্ঘটনা দেখিয়ে খুন করা হয়েছে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহাকে।

advertisement

আরও পড়ুন- কোজাগরী পূর্ণিমাতেই দীপাবলি উদযাপন! আতশবাজির প্রদর্শনী দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন লোক

সেরা ভিডিও

আরও দেখুন
মাছের কারবারি, অথচ কচ্ছপ বাঁচাতে জলের মতো খরচ করছেন গাঁটের কড়ি! চিনে রাখুন...
আরও দেখুন

মৃত নরেন্দ্রনাথ সাহার স্ত্রী মঞ্জু সাহার অভিযোগ, স্বামীকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দিয়ে খুন করা হয়েছে। পুরনো শত্রুতার জেরে এলাকারই বাসিন্দা বিপদ প্রামাণিক গাড়ি চাপা দিয়ে তাঁকে খুন করেছে বলে অভিযোগ স্ত্রী মঞ্জু সাহার। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নরেন্দ্রনাথ সাহা ও বিপদ প্রামাণিকের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব চলছিল। একাধিকবার তাঁদের মধ্যে বচসা ও সংঘর্ষ হয়েছে বলেও দাবি স্থানীয়দের। এদিকে এই ঘটনার পর সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।‌

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Maldah: পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে পিষে দিল গাড়ি! দুর্ঘটনার আড়ালে খুন! বিরাট হইচই গোটা এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল