নদীর জলস্তর বেড়ে গোটা এলাকা দিয়ে বইতে শুরু করেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই এলাকার সঙ্গে। চরম সমস্যায় পড়েছে সেন্ট্রাল ডুয়ার্সের কয়েক হাজার বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাধারাণী এলাকায় পানা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে রাঙ্গামাটি এলাকার বাসরা নদীও ফুলেফেঁপে উঠেছে।
আরও পড়ুনঃ এমার্জেন্সি ব্রেক চেপে কোনরকমে রেহাই! বড় ঘটনার হাত থেকে বাঁচালেন দুই ট্রেন চালক
advertisement
ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে পানা ও বাসরা এই দুই নদীর জল অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছে। জানা যাচ্ছে, পানা নদীতে সেতু না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সেন্ট্রাল ডুয়ার্স এলাকার বাসিন্দাদের। বর্তমানে তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে কোনও ক্রমে খরস্রোতা নদী পারাপার করছেন। নদীর জল বৃদ্ধি পাওয়ার ফলে স্কুলেও যেতে পারছে না পড়ুয়ারা।
আরও পড়ুনঃ আচমকা কী এমন ঘটল চা বাগানে! দলে দলে ছেড়ে পালাচ্ছে যুবকরা, এবার সামনে এল কালো সত্য
মুষলধারে বৃষ্টির ফলে পানা নদী ও বাসরা নদীর জল বাড়লেই সেন্ট্রাল ডুয়ার্স এলাকার প্রায় কুড়ি হাজার বাসিন্দা সমস্যায় পড়েন। কারণ সমস্ত যাতায়াতের রাস্তাই বন্ধ হয়ে যায়। এদিন সকালে লক্ষ্য করা গেল, পানা নদীর পাড়ে আটকে রয়েছে গাড়ি-সহ বহু মানুষ। গাড়ি চলাচল বন্ধ। অনেকে প্রাণের ঝুকি নিয়ে খরোস্রতা নদী পারাপার করছেন। অন্যদিকে বাসার নদী চরেও অনেক ছাত্র-ছাত্রী আটকে রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার বাসিন্দারা জানান, সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের একদিকে পানা নদী রয়েছে। অন্যদিকে বাসরা নদী রয়েছে। বর্ষাকাল এলেই প্রতিবছর তাঁদের এই সমস্যা হয়। বাসরা নদী এবং পানা নদীতে সেতু না থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয়।