Save Elephants: এমার্জেন্সি ব্রেক চেপে কোনরকমে রেহাই! বড় ঘটনার হাত থেকে বাঁচালেন দুই ট্রেন চালক

Last Updated:
এখনও নিজের হারিয়ে ফেলা পরিবারের খোঁজ করতে এই রেল ট্র্যাকের সামনে মাঝে মধ্যে আসতে দেখা যায় ওই তিনটি হাতির পরিবারের এক পুরুষ হাতিকে
1/5
স্বাভাবিক গতিতেই চলছিল ট্রেন। হটাৎ করেই এমার্জেন্সি ব্রেক কষলেন চালক। আর তাতেই আর‌ও একবার এড়ানো সম্ভব হল হাতি ও মানুষের সংঘর্ষ। ফলে প্রাণে বাঁচল একপাল হাতি। এই সময়োচিত পদক্ষেপের জন্য দায়িত্বপ্রাপ্ত চালকদের প্রশংসায় ভরিয়েছে রেল বিভাগ।[ছবি ও তথ্য: অনন‍্যা দে]
advertisement
2/5
বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার স্টেশনে আসছিল সিকিম মহানন্দা এক্সপ্রেস। লোকো পাইলটের আসনে ছিলেন এস পি তরফদার ও এস পি সিং। হটাৎ করে তাঁদের নজরে আসে রেল লাইনে উঠে পড়েছে হাতির একটি পাল। রেলের কন্ট্রোল বিভাগকে জানিয়ে মুহূর্তের মধ্যে এমার্জেন্সি ব্রেক কষেন তাঁরা।[ছবি ও তথ্য: অনন্যা দে]
advertisement
3/5
২০২৩ সালের নভেম্বর মাসে কালচিনি ও রাজাভাতখাওয়ার মাঝের এই ট্র্যাকে ভোরবেলায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল তিনটি হাতির। এই দুঃখজনক ঘটনার পরই রেলের বিরুদ্ধে সরব হয়েছিল বক্সার বনকর্মী ও আধিকারিকরা।[ছবি ও তথ্য: অনন্যা দে]
advertisement
4/5
এখনও নিজের হারিয়ে ফেলা পরিবারের খোঁজ করতে এই রেল ট্র্যাকের সামনে মাঝে মধ্যে আসতে দেখা যায় ওই তিনটি হাতির পরিবারের এক পুরুষ হাতিকে। হাতির মৃত্যু ঠেকাতে এরপরই বন দফতরের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ শুরু করে রেল।[ছবি ও তথ‍্য: অনন‍্যা দে]
advertisement
5/5
বৃহস্পতিবার রাতে দুই ট্রেন চালক যদি সতর্ক না হতেন তবে হয়ত সেই পুরনো দুঃখজনক স্মৃতি আবার ফিরে আসত। হাতের পাল দেখে চালকরা প্রথমে ট্রেনের গতি কমিয়েছিলেন। কিন্তু তারপরেও তারা ট্র্যাক ছেড়ে নেমে যায়নি। শেষে একপ্রকার বাধ্য হয়ে এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে হাতিদের প্রাণ রক্ষা করেন ওই দুই চালক।[ছবি ও তথ্য: অনন্যা দে]
advertisement
advertisement
advertisement