TRENDING:

টোটোপাড়ার সমস‍্যার কথা শুনলেন রাজ‍্যপাল! শোনালেন পদ্মশ্রী ধনীরাম টোটো

Last Updated:

Totopara- রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে টোটোপাড়ার একাধিক সমস্যা তুলে ধরলেন পদ্মশ্রী ধনীরাম টোটো। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের প্রত্যন্ত এলাকা টোটোপাড়া। যেতে হলে পেরোতে হয় ৭ টি নদী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে টোটোপাড়ার একাধিক সমস্যা তুলে ধরলেন পদ্মশ্রী ধনীরাম টোটো। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের প্রত্যন্ত এলাকা টোটোপাড়া। যেতে হলে পেরোতে হয় ৭ টি নদী। অনুন্নয়ন এখনও সঙ্গী এই এলাকার।
advertisement

গতকাল এই এলাকায় আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এসএসবি-র আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। রাজ্যপালকে কাছে পেয়ে পৃথিবীর ক্ষুদ্রতম আদিম জনজাতি টোটো সম্প্রদায়ের মানুষরা তাদের সমস্যা কথা রাজ্যপালের কাছে তুলে ধরেন।

আরও পড়ুন- দীর্ঘ ৪৫ বছরের অদেখা! অবশেষে রাজ্যে দেখা মিলল অস্ট্রেলীয় ঘাস পেঁচার, উদ্বেল পক্ষীপ্রেমীরা

advertisement

টোটোপাড়া এলাকার বাসিন্দা পদ্মশ্রী ধনীরাম টোটো জানান, টোটোপাড়ার প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থার। খরস্রোতা নদীগুলির পাশাপাশি ঘন জঙ্গল পার করে টোটোপাড়া আসতে হয়। এই যোগাযোগ সমস্যার কথা রাজ্যপালের কাছে তুলে ধরেন তিনি।

View More

এছাড়াও টোটোপাড়াতে প্রয়োজন উন্নত শিক্ষা ব্যবস্থার। পড়াশুনোর জন্য মাদারিহাট, বীরপাড়া এলাকার উপর নির্ভরশীল পড়ুয়ারা। একটি মডেল স্কুল স্থাপনের অনুরোধ জানান তিনি। এছাড়া টোটোপাড়া এলাকার অন্যান্য সমস্যা রাজ্যপালের কাছে তুলে ধরছেন।

advertisement

পদ্মশ্রী ধনিরাম টোটো জানান, “আমরা আদিম জনজাতি। সেই শংসাপত্র যদি পেতাম, তা হলে এলাকার ছেলেমেয়েদের চাকরি ক্ষেত্রে সুবিধা হত। আমরা তো সেই তিমিরেই এখনও রয়েছি। টোটোপাড়ার যোগাযোগ ব্যবস্থা ভাল হলে পর্যটন মানচিত্রে উঠে আসবে গ্রামটি।সবটা রাজ্যপালকে জানালাম।”

আরও পড়ুন- বাঘ, ভল্লুক, হাতি দত্তক নেবেন? ভাবছেন এটাও আবার সম্ভব…! একদম সত্যি, কোথায় খোঁজ করবেন?

advertisement

রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, টোটো জনজাতির গ্ৰামে এসে তাঁদের সমস্যা কথা তিনি শুনলেন।  গ্ৰামটিও দেখেছেন। রাজভবন সকলের, রাজভবনে স্বাগত জানাচ্ছি। সমস্যা সমাধানের পথ বের করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
টোটোপাড়ার সমস‍্যার কথা শুনলেন রাজ‍্যপাল! শোনালেন পদ্মশ্রী ধনীরাম টোটো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল