বাঘ, ভল্লুক, হাতি দত্তক নেবেন? স্বপ্ন নয় আর...! একদম সত্যি, কোথায় খোঁজ করবেন? জেনে নিন বিশদে
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Wildlife: বাঘ, হাতি, ভাল্লুক দত্তক নিতে চান? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! আপনি এবার দত্তক নিতে পারবেন এই বন্য জন্তুদের, এছাড়াও রয়েছে ম্যাকাও থেকে শুরু করে রংবেরঙের নানা বিদেশি পাখি! কোথায় জানেন?
শিলিগুড়ি: একটা বাঘ দত্তক নেবেন? কিংবা হাতি? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! এখন থেকে আপনি চাইলে আপনার নিজের পছন্দের বন্য জন্তুকে দত্তক নিতে পারেন, আবার চাইলে তার খাওয়ার দায়িত্বও নিজের ঘাড়ে নিতে পারেন! বন্য জীবজন্তু প্রেমীদের জন্য সুবর্ণ সুযোগ , তবে কোথায় গেলে বাঘ সিংহ হাতি ভাল্লুক থেকে শুরু করে সমস্ত বন্য জীবজন্তুদের দেখা মিলবে এবং কী ভাবেই বা এদের দত্তক নেওয়া যাবে?
দিনে কতক্ষণ হাঁটলে শরীর ‘ফিট’ থাকে? সকাল না সন্ধ্যা, কোনটা হাঁটার ‘ঠিক’ সময়? জানুন চিকিৎসকের পরামর্শ
advertisement
তাহলে জেনে রাখুন বন্য জীবজন্তুদের এই বিশেষ দত্তক নেওয়ার ব্যবস্থা রয়েছে শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারি পার্কে। কোনও ব্যক্তি ১ বছরের জন্য জীবজন্তু কিংবা পাখি অনায়াসে দত্তক নিতে পারেন এছাড়াও আপনি চাইলে তার খাবারের দায়িত্ব নিতে পারেন। নির্দিষ্ট অর্থের বিনিময়ে এবং যাবতীয় কিছু নিয়ম মেনে তাদের দত্তক নেওয়া যেতে পারে। মাসিক ২০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে রয়েল বেঙ্গল টাইগার দত্তক নেওয়া যায় এক্ষেত্রে একবছরের ফি ২ থেকে ২.৫০ লক্ষ্য টাকা। চিতাবাঘ দত্তক নিতে গেলে প্রায় ১০ হাজার টাকা মাসিক খরচ হতে পারে। এক্ষেত্রে বাৎসরিক ফি ১ লাখ টাকা। এক শৃঙ্গ গণ্ডার খুব ভাল লাগে?
advertisement
এই সবজিগুলো খেলেই মাথায় ওঠে ‘ফিতাকৃমি’! ঘিলু ছেঁচে খায়…অসহ্য যন্ত্রণা, বমি! কী ভাবে টের পাবেন?
সেই গণ্ডারও দত্তক নিতে পারেন। এক্ষেত্রে মাসিক খরচ ১০ হাজার,বছরে এক্ষেত্রে ১ লাখ টাকা খরচ হতে পারে। এছাড়াও বেঙ্গল সাফারিতে হাতিও রয়েছে। ওদেরও দত্তক নিতে পারেন আপনি। এক্ষেত্রে মাসিক খরচ ২০-২৫ হাজার টাকা। বছরে খরচ হবে ২-২.৫০ লাখ টাকা। এভাবেই ভাল্লুক, হরিণ,কুমির, কচ্ছপও দত্তক নিতে পারেন। মাসিক হাজার টাকায় আপনি ম্যাকাও কিংবা আফ্রিকান গ্রে প্যারটকেও দত্তক নিতে পারেন।
advertisement
এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান এই প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে ওই পশুর খাওয়া দাওয়া, সেটি যাতে ভালো করে থাকতে পারে তার ব্যবস্থা করা হয়। এছাড়াও বেঙ্গল সাফারি পার্কের পক্ষ থেকে তাদের একটি শংসাপত্র প্রদান করা হয়। এই দত্তক নেওয়ার জন্য যে ফি দিতে হয় তা ৮০র জি ধারায় আয়কর মুক্ত। নিয়ম মেনে বিনামূল্যে চিড়িয়াখানা ঘুরে দেখারও ব্যবস্থা করে দেওয়া হয়।
advertisement
তাহলে আর দেরি কিসের নিজের পছন্দের বন্য জন্তুকে নিজেই দত্তক নিন। সারাবছর ধরে নিজের পছন্দের বাঘ সিংহ ভালুক থেকে শুরু করে হাতির খোঁজ খবরও নিতে পারবেন আপনি পাশাপাশি তাদের গিয়ে দেখে আসার ও সুযোগ থাকবে। পার্ক কর্তৃপক্ষ সূত্রে খবর নিয়ম বিধি অনুসারে সাফারি চলাকালীন আপনি গাড়ির ভেতর থেকেই সেই বন্ধজন্তুদের দেখতে পাবেন তাদের কাছে যাওয়া সম্পূর্ণ আইনত অপরাধ।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 11, 2025 9:22 PM IST