TRENDING:

Mobile Addiction: এই খেলাতেই কমবে মোবাইলে আসক্তি! আজ থেকেই শুরু করাতে পারেন আপনার সন্তানকে

Last Updated:

গৌরবঙ্গ দাবা হাবের উদ্যোগে সারা বাংলা দাবা সংস্থার অনুমোদিত উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার আয়োজনে শুরু হয়েছে এই দাবা প্রশিক্ষণ শিবির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: বর্তমান সময়ে খুদেরা যেভাবে খেলাধুলা ছেড়ে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে তাতে করে বিভিন্ন সময়ে সমস্যায় পড়তে হচ্ছে অভিভাবকদের। বর্তমান প্রজন্মের মধ্যে মোবাইল আসক্তি কমানো এবং ছেলেমেয়েদের বুদ্ধির বিকাশের লক্ষ্যে উৎসাহ দিতে স্বল্পমূল্যে দাবা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থা।
advertisement

আরও পড়ুন: ৩০০ বছরের পুরনো মন্দির রাম নামে মাতোয়ারা

গৌরবঙ্গ দাবা হাবের উদ্যোগে সারা বাংলা দাবা সংস্থার অনুমোদিত উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার আয়োজনে শুরু হয়েছে এই দাবা প্রশিক্ষণ শিবির। দাবা খেললে মনের একাগ্রতা যেমন বৃদ্ধি পায় তেমনই বুদ্ধিমত্তার বিকাশ ঘটে এবং সুশৃংখলভাবে জীবন চরিত্র গঠন হয়। ফলে সচেতন অভিভাবকরা ছেলেমেয়েদের ভালোর জন্য তাদের দাবা শেখাতে চাইছেন। তবে প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে অনেক সময় সেই ইচ্ছা আর পূরণ হয় না। তবে দাবা শিখতে ইচ্ছুক যারা এবার তাদের জন্য সুখবর দিল উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থা। সীমিত খরচের মধ্যেই এবারে দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরাও এই দাবা প্রশিক্ষন শিবিরে অংশ নিতে পারবে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জেলা দাবা সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত সরকার জানান, উত্তর দিনাজপুর জেলা শুধু নয়, গৌরবঙ্গের দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাও দাবা খেলা থেকে অনেক পিছিয়ে আছে। সেই কারনেই সীমিত খরচের মধ্যেই যাতে দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরা দাবার শিখতে পারে তার জন্যই এই উদ্যোগ। তিনি বলেন শহর থেকে গ্রামে সব জায়গাতেই দেখা যাচ্ছে মোবাইলের রমরমা। সেই মোবাইলের ব্যাবহার কমিয়ে তার পরিবর্তে যদি এই ছেলেমেয়েদের দাবার দিকে নিয়ে আসা যায় তাতে সবদিক থেকে মঙ্গল। সুব্রত সরকার জানান, তাঁরা খুব শীগ্রই ব্লক স্তর থেকে জেলা স্তরে দাবাকে সাধারন মানুষের কাছে নিয়ে যাওয়ার উদ্যোগ নেবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালে কালীপুজোর থিমে অভিনব ভাবনা
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mobile Addiction: এই খেলাতেই কমবে মোবাইলে আসক্তি! আজ থেকেই শুরু করাতে পারেন আপনার সন্তানকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল