Ayodhya Ram Mandir: ৩০০ বছরের পুরনো মন্দির রাম নামে মাতোয়ারা

Last Updated:

তমলুক রাজবাড়ি সংলগ্ন এলাকায় রয়েছে রাম মন্দির। এই মন্দিরের বয়স প্রায় ৩০০ বছর। বর্তমান মন্দিরের আগেও এই জায়গায় শ্রীরামচন্দ্রের পুজো হত

+
তমলুক

তমলুক প্রাচীণ রাম মন্দির 

পূর্ব মেদিনীপুর: যাবতীয় প্রতীক্ষার অবসান। সোমবার অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। অযোধ্যার সরযূ নদীর তীরে রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রতিষ্ঠার উৎসবে শামিল গোটা দেশ। সেই উৎসবের রেশ থেকে বাদ পড়ল না পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। রূপনারায়ণ নদীর তীরে তমলুক শহরে প্রায় ৩০০ বছরের বেশি প্রাচীন রাম মন্দিরে হল পুজোপাঠ, যজ্ঞ।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরকে তীর্থক্ষেত্র বলা যায়। তমলুক শহরের অলিতে-গলিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির। তমলুক শহরের ৬ নম্বর ওয়ার্ডে তমলুক রাজবাড়ি সংলগ্ন এলাকায় রয়েছে রাম মন্দির। এই মন্দিরের বয়স প্রায় ৩০০ বছর। বর্তমান মন্দিরের আগেও এই জায়গায় শ্রীরামচন্দ্রের পুজো হত। তারপর ওই জায়গায় মন্দির নির্মাণ করেন তাম্রলিপ্ত নগরীর রাজা। বর্তমান সেবাইতদের হাত ধরে প্রতিদিন নিত্য পুজো হয় মন্দিরে। রামনবমী তিথিতে বিশেষ পুজোপাঠ ও যজ্ঞের আয়োজন করা হয়। সেখানেই এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজিত হল পুজোপাঠ ও যজ্ঞ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তিথি মেনে এদিন বেলা ১১:৩০ এ মন্দিরে অনুষ্ঠিত হল পুজোপাঠ। মন্দিরের বর্তমান সেবাইতরা জানান, তমলুকের প্রাচীন এই রাম মন্দিরে প্রতিদিন পুজোপাঠ চলে। এদিন অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাচীন প্রতিষ্ঠা হচ্ছে। তাই এই মন্দিরেও পুজোপাঠের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় সর্বত্রই রাম মন্দির উদ্বোধন ঘিরে উৎসবের মেজাজ। সেই উৎসবে বাড়তি পাওনা তমলুকের এই প্রাচীন রাম মন্দিরের পুজোপাঠ ও যজ্ঞের অনুষ্ঠান।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ayodhya Ram Mandir: ৩০০ বছরের পুরনো মন্দির রাম নামে মাতোয়ারা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement