TRENDING:

North Dinajpur News: ঠান্ডা ও কুয়াশায় কীভাবে রক্ষা করবেন বোরো ধানের বীজতলা! জেনে নিন গোপন টিপস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে বোরো ধানের বীজতলা রোপনের কাজ। শীতকালের এই নির্দিষ্ট সময় ঘনকুয়াশা ও প্রচন্ড ঠান্ডা আবহাওয়া প্রবাহিত হয়ে থাকে। প্রতি বছরই বোরো বীজতলাসহ বিভিন্ন মাঠে ফসল তীব্র ঠান্ডা কুয়াশায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ঠান্ডা ও কুয়াশার হাত থেকে কিভাবে বোরো ধানের বীজতলা রোপণ করবেন কি বলছে এ বিষয়ে কৃষি দফতর ? কৃষি বিশেষজ্ঞ মিনাবুল ইসলাম জানান, শৈত্যপ্রবাহের ফলে বোরো বীজতলায় চারা হলুদাভ হয়ে ক্রমশ শুকিয়ে যায়। শৈত্যপ্রবাহ শুরু হলে কৃষকদের বোরো ধান চাষে বাড়তি কিছু যত্ন নেওয়া প্রয়োজন।
advertisement

তীব্র শীতের সময় সাধারণভাবে কাদাময় বা ভেজা বীজতলায় সব সময় জল ধরে রাখতে হবে এবং স্বচ্ছ পলিথিনের ছাউনি দিয়ে বীজতলা ঢেকে রাখা দরকার।ঠান্ডার কারণে বীজতলায় কিছু কিছু জায়গায় চারা ধসে পড়ে বা বসে যেতে পারে। চারায় ধসে বা বসেপড়া রোগ দেখা দিলে বীজতলা থেকে জল সরিয়ে দিতে হবে এবং এক শতাংশ বীজতলায় ৫০ গ্রাম হারে এমওপি বা পটাশ সার প্রয়োগ করতে হবে। তীব্র শীতের সময় চারা পোড়া বা ঝলসানো রোগ দেখা দিতে পারে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

চারা পোড়া বা ঝলসানো রোগ দমনের জন্য রোগের প্রাথমিক অবস্থায় অর্থাৎ শুরুর দিকে এমিস্টার টপ বা এ জাতীয় যে কোনো ছত্রাকনাশক ২ মিলি লিটার এক লিটার জল মিশিয়ে দুপুরের পর স্প্রে করতে হবে। বীজতলার চারা হলুদ হলে এক শতক জমিতে ২৮০ গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া প্রয়োগের পর চারা সবুজ না হলে এক শতক জমিতে ৪০০ গ্রাম হারে জিপসাম সার প্রয়োগ করতে হবে। চারা রোপণের সময় শৈত্যপ্রবাহ থাকলে কয়েকদিন দেরি করে আবহাওয়া স্বাভাবিক হলে চারা রোপণ করতে হবে। রোপণের জন্য কমপক্ষে ৩৫-৪৫ দিনের চারা ব্যবহার করতে হবে। এ সময় চারা রোপণ করলে শীতে চারা কম মারা যায়, চারা সতেজ থাকে এবং ফলন বেশি হয়।

advertisement

View More

আরও পড়ুন: High Blood Sugar Control Tips: শীতের বাজারে সুস্থ শরীরের রামবাণ! ডায়াবেটিস থাকবে পায়ের তলায়, টগবগে, চনমনে ফিট শরীর

আরও পড়ুন:  Madhyamik 2025: পরীক্ষা শুরু ১০ ফেব্রুয়ারি, ২০২৫ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৩০ জানুয়ারি, পড়ুন বিস্তারিত

রোপণের পর শৈত্যপ্রবাহ হলে জমিতে ২ থেকে ৩ ইঞ্চি জল ধরে রাখতে হবে।এছাড়াও বোরো ধান চাষ করতে গেলে ধান লাগাবার ২১ দিন পর মাজরা পোকার উপদ্রব দেখা যায়। মাজরা পোকার লার্ভা ধান গাছের কাণ্ডের মধ্যে ঢুকে যেতে পারে ও ভিতর থেকে কাণ্ডকে কুড়ে কুড়ে খায়। এ পোকার আক্রমণে সাধারণত ১৩ থেকে ২৬ ভাগ ফলন কম হতে পারে। তাই এই সময় ভাল করে জমিতে জল স্প্রে করতে হবে। এছাড়া ভায়েগো ২০ এসসি, ইনসিপিয়ো ২০এসসি, ভিরতাকো ৪০ ডব্লিউজি,মাজরা পোকা দমনে এই ধরনের কিছু কীটনাশক স্প্রে ব্যবহার করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: ঠান্ডা ও কুয়াশায় কীভাবে রক্ষা করবেন বোরো ধানের বীজতলা! জেনে নিন গোপন টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল