TRENDING:

২৫% পাশ তো ৭৫% ফেল! ছাত্র-ছাত্রীদের পাশের হার বাড়াতে যা করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

Last Updated:

North Bengal University: দিনের পর দিন বেড়ে চলেছে ফেলের সংখ্যা! কারণ উদঘাটন করতে কলেজের অধ্যাপক অধ্যাপিকা বিজ্ঞানের নিয়ে বৈঠক তারপরেই বড় সিদ্ধান্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: পাশের হার বাড়াতে এবং অঙ্কের প্রতি ছাত্রছাত্রীদের ভীতি দূর করতে এবার সিলেবাসে বিরাট বদল। দিনের পর দিন পরীক্ষার ফলাফল খারাপ হয়ে চলেছে মাত্র ২৫ শতাংশ ছাত্র-ছাত্রী বা তারও কম পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। বাকিদের মধ্যে অধিকাংশই ফেল। এই নিয়েই চিন্তিত শিক্ষামহল। আর এবার সেই কারণ উদঘাটন করতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক অধ্যাপিকা গবেষকদের নিয়ে আয়োজিত হল বিশেষ কর্মশালা।
advertisement

এত সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় রীতিমত চিন্তায় কপালে ভাজ শিক্ষা মহলের একাংশের এবং এই কর্মশালায় আলোচনার মাধ্যমে উঠে আসে নানা তথ্য। যেখানে দেখা যায় কোভিড পরবর্তী সময় থেকে পরীক্ষায় পাশের হার কমে চলেছে এর বড় কারণ হল নতুন নিউ এডুকেশন পলিসি সিস্টেমে সিলেবাস এতটাই বড় করা হয়েছে যার ফলে ছাত্র-ছাত্রীদের বুঝে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছে।

advertisement

আরও পড়ুন: ধীরগতির শুরুর পরই বাড়বে গতি…! জুন থেকে সেপ্টেম্বর খেলা দেখাবে বর্ষা? কত বৃষ্টিপাত হবে দেশে? এল আবহাওয়াবিদের সতর্কবাণী

বর্তমানে দেখা যায় ১০০ শতাংশের মধ্যে মাত্র ২৫ শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করছে এবং বাকি ৭৫ শতাংশ ফেল। এবার সেই কারণ উদঘাটন করে বড়সড় সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের। এই বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইউজি বোর্ড অফ স্টাডিসের চেয়ারপার্সন এবং গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মনোরঞ্জন সিংহ বলেন অঙ্ক যারা ভালোবাসেন তারাই অঙ্ক বিষয়কে বেছে নেন। তবে দিনের পর দিন পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে এর জন্য কোভিড অনেকটাই দায়ী তার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে এবার সিলেবাসে কিছু পরিবর্তন আনা হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুন: সাপের কামড়ের পর ‘কোন’ খাবার খেলে শরীরে বিষ ছড়িয়ে পড়ে না…? ভুলেও খাবেন না কোন ‘জিনিসটা’? জানুন বিশেষজ্ঞের পরামর্শ

মূল বিষয়গুলিকে সামনে রেখে ধাপে ধাপে যাতে ছাত্রছাত্রীরা শিখতে পারে এবং আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশ নিতে পারে সেই অর্থেই আমাদের এই সিদ্ধান্ত। এই সিলেবাস পরিবর্তন হলে পাশের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত কলেজগুলি তাদের মতামত জানিয়েছে সেভাবেই এই সিলেবাস তৈরি করা হবে।

advertisement

আরও পড়ুন: বিয়ারকে দেবে ১০ গোল…! এই রসালো ‘ফল’ এমন এক ‘অলৌকিক’ উত্তেজনা দেয় যা Chilled Beer-ও দিতে পারে না! গরমের দিনে বাড়িতেই থাকে..! বলুন তো কী নাম?

ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে এবং তাদের পড়াশোনার গুণগতমানকে বৃদ্ধি করতে এই উদ্যোগ। নতুন সিলেবাসের কারণে অনেকের পক্ষেই তা বুঝে উঠতে অসুবিধা হচ্ছিল সেই অর্থে তাদের সুবিধার্থে এই পরিবর্তন। এই নতুন সিলেবাসে ধাপে ধাপে তারা একেকটি অধ্যায় পার করে ভাল ফলাফল করবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
২৫% পাশ তো ৭৫% ফেল! ছাত্র-ছাত্রীদের পাশের হার বাড়াতে যা করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল