বিয়ারকে দেবে ১০ গোল...! এই রসালো 'ফল' এমন এক 'অলৌকিক' উত্তেজনা দেয় যা Chilled Beer-ও দিতে পারে না! গরমের দিনে বাড়িতেই থাকে..! বলুন তো কী নাম?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Fruit: আমরা প্রায় সকলেই এই রসালো মিষ্টি-টক ফলটি কম বা বেশি পছন্দ করি। কিন্তু অনেকেই জানেন না যে এই ফলটি আপনাকে অনেক বেশি আনন্দ দেয়, যদি আপনি এই ফলটিকে ওয়াইনের মতো পান করেন।
advertisement
advertisement
advertisement
সঠিক নিয়ম জানলে আপনাকে কিন্তু এই গরমে আর ওয়াইন শপে যেতে হবে না। চলুন জেনে নেওয়া যাক সবিস্তারে দুর্ধর্ষ এই ফলের রহস্য। যদি আপনি এই সিক্রেট জেনে ফেলেন, তাহলে আপনি কিন্তু আর ভুলেও অ্যালকোহল শপে যাবেন না। হ্যাঁ, আপনি চাইলে এই ফল দিয়ে বাড়িতেই ওয়াইন তৈরি করতে পারেন খুব সহজে। Representative Image AI Generated
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই আনারস ওয়াইনটি বাজারে পাওয়া যায়। স্বাদে হালকা আনারসের স্বাদ থাকে। এর গন্ধও খুব মিষ্টি। আরও মজার বিষয় হল, আসল ওয়াইনে ১২ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে। বিয়ারে ৪ থেকে ৬ শতাংশ অ্যালকোহল থাকে। এই আনারস ওয়াইনে অ্যালকোহলের পরিমাণ হবে ৯ থেকে ১২ শতাংশ। তাই ওয়াইন পান করলে যেমন আপনি মজা পান, তেমনি এটি পান করলেও পেতে পারেন অসাধারণ অনুভূতি।