TRENDING:

West Bengal news: সরকারি প্রকল্পের আলো পৌঁছায়নি, জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে করলাভেলীর দুই বোন

Last Updated:

West Bengal news: জীবনের কাছে হেরে যাওয়ার অনেক কারণ রয়েছে তা সত্ত্বেও হার না মানা লড়াই চালাচ্ছে দুই বোন! এই দুই বোনের জীবনযাত্রা আপনাকে অনুভব করতে বাধ্য করবে, হার না মেনে বেঁচে থাকার লড়াই জারি রাখা যায় এভাবেও! খানিক অবাক হচ্ছেন তো! ঘরের কোণে বৃষ্টির জল টপটপ শব্দে পড়ছে, মাটির মেঝেতে বিছানা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: জীবনের কাছে হেরে যাওয়ার অনেক কারণ রয়েছে, তা সত্ত্বেও হার না মানা লড়াই চালাচ্ছে দুই বোন! এই দুই বোনের জীবনযাত্রা আপনাকে অনুভব করতে বাধ্য করবে, হার না মেনে বেঁচে থাকার লড়াই জারি রাখা যায় এভাবেও!
advertisement

খানিক অবাক হচ্ছেন তো! ঘরের কোণে বৃষ্টির জল টপটপ শব্দে পড়ছে, মাটির মেঝেতে বিছানা। রান্না হবে তখনই, যখন দিদিরা কাজ সেরে ঘরে ফিরবে—হাতে থাকবে চালের থলি। এটাই জলপাইগুড়ি শহর লাগোয়া করলাভেলী চা বাগানের এক শ্রমিক পরিবারের প্রতিদিনের বাস্তবতা।

আরও পড়ুন: “২২ জুলাই জানতে পারি তিন জঙ্গি ওখানে আছে…”! হাসিম মুসাদের খোঁজ কী ভাবে মিলল, সংসদে জানালেন শাহ

advertisement

চারজনের পরিবার। বাবা অসুস্থ, চিকিৎসার খরচ চালানো দুষ্কর। সংসারের হাল ধরেছে দুই মেয়ে, যারা চা বাগানে পাতা তুলে যা মজুরি পান, তাই দিয়েই কোনওরকমে চলছে ঘরের খরচ। ছোট ভাই পড়াশোনার বয়সে পড়াশোনা ছেড়ে দিনের পর দিন অভাবের বাস্তব শিখছে। ঘরের ছাউনিতে ফুটো, বর্ষার দিনে মাটির ঘরে জলের স্রোত। ঘুমানোর জন্য নেই চৌকি পর্যন্ত। রাজ্য সরকারের বহু প্রকল্প এল, বহু পরিবার উপকৃতও হয়েছে। কিন্তু এখনও অনেকেই রয়েছেন সেই সুবিধার বাইরে। এই পরিবারগুলোর জীবনে এখনও আসেনি আলো।

advertisement

View More

আরও পড়ুন: থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধে বিপদে পড়েছেন ভারতীয় পর্যটকরা, জানেন ভারতের ১ টাকা মানে থাইল্যান্ডের কত?

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

শুধুই অভাব নয়, আছে অবহেলাও। তবুও দমে যায় না এই দুই বোন। ঘরে বাবা, ভাই—সবাইকে নিয়ে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে তারা চুপচাপ, নিরলস। এভাবেই “লোকাল ১৮”-এর চোখে ধরা পড়ল করলাভেলী বাগানের শ্রমজীবী বাস্তবতা। এলাকাবাসীদের প্রশ্ন, আর কতকাল তারা থেকে যাবে প্রান্তিক? উন্নয়নের ছায়া কি একদিন পড়বে এই ঘরগুলোতেও? প্রশ্ন তুললেও, উত্তর অধরা!

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal news: সরকারি প্রকল্পের আলো পৌঁছায়নি, জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে করলাভেলীর দুই বোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল