Amit Shah on Operation Mahadev: '২২ জুলাই জানতে পারি তিন জ*ঙ্গি ওখানে আছে...'! হাসিম মুসাদের খোঁজ কী ভাবে মিলল, সংসদে জানালেন শাহ

Last Updated:

Operation Mahadev: পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতের সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। কী ভাবে সেই অপারেশন সফল করা হয়, সেই নিয়ে বিস্তারিত বলে গেলেন অমিত শাহ, পাশাপাশি বিরোধীদেরও আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতের সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। কী ভাবে সেই অপারেশন সফল করা হয়, সেই নিয়ে বিস্তারিত বলে গেলেন অমিত শাহ, পাশাপাশি বিরোধীদেরও আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি সংসদে বলেন, “পহেলগাঁও হামলার রাত থেকেই আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই জঙ্গিদের দেশ থেকে বেরোতে দেওয়া যাবে না। ২২ মে আইবির কাছে দাচিগ্রামে এই জঙ্গিদের খোঁজ মেলে। তারপর থেকে টানা সার্ভিলেন্স চলছিল”। তিনি জানান, ২২ জুলাই তথ‍্য নিশ্চিত হয়, জঙ্গিরা সেখানেই আছে। তারপর চার প‍্যারা অপারেশন লিড করে। এবং কাল অবশেষে এই তিন জঙ্গি— সুলেইমান, আফগান, জিবরানকে নিকেশ করে”।
advertisement
advertisement
সেই সঙ্গে কী ভাবে ওই জঙ্গিদের অবস্থান নিশ্চিত করা গেল, সেই নিয়েও সংসদে জানিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, “আমাদের এনআইএ ওদের সহযোগীদের আটক করে রেখেছিল। কাল সেই সহযোগীদের দিয়ে নিশ্চিত করা হয় এই জঙ্গিদের”।
advertisement
পাশাপাশি, এই জঙ্গিরাই যে সেদিন হামলা করেছিল, সেই নিয়েও জানান অমিত শাহ। বাইসরন ঘাঁটিতে যে খালি গুলির খোল পাওয়া গিয়েছিল, সেই গুলির সঙ্গে এই জঙ্গিদের থেকে উদ্ধার বন্দুকের গুলির সঙ্গে মিলিয়ে দেখা গিয়েছে। এই জঙ্গিদের থেকে উদ্ধার বন্দুক দিয়েই পহেলগামে নিরীহ মানুষদের হত‍্যা করেছিল, তা থেকেই নিশ্চিত করা হয়।
advertisement
তবে এই জঙ্গিরা যে পাকিস্তানেরই সেই প্রসঙ্গে শাহ বলেন, “এই তিন জঙ্গির মধ‍্যে দুজনের পাকিস্তানের ভোটার লিস্টে নাম রয়েছে। ভোটার লিস্টের নম্বর রয়েছে আমাদের কাছে। ওদের কাছে চকোলেট মিলেছে, সেই চকোলেট পাকিস্তানে তৈরি”।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah on Operation Mahadev: '২২ জুলাই জানতে পারি তিন জ*ঙ্গি ওখানে আছে...'! হাসিম মুসাদের খোঁজ কী ভাবে মিলল, সংসদে জানালেন শাহ
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement