TRENDING:

Malda News: স্ট্রেচার নেই, প্রাণ হাতে করে খাটিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে রোগী, ভাইরাল ভিডিও!

Last Updated:

রাস্তা চলাচলের অযোগ্য, সেই রাস্তায় অ্যাম্বুলেন্স গাড়ি না আসায় খাটিয়াতে রোগীকে নিয়ে যাচ্ছেন পরিবারের লোকেরা, সোশ্যাল মাধ্যমে ভাইরাল সেই ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: গ্রামে এখনও তৈরি হয়নি রাস্তা। অসুস্থ রোগীকে খাটিয়ায় করে নিয়ে যাচ্ছেন পরিবারের লোকেরা। বাঁশ দিয়ে ঝোলানো খাটিয়া। সামনে এক পুরুষ কাঁধে বাঁশ নিয়েছেন। পেছনে এক মহিলা কাঁধে নিয়েছেন খাটিয়া ঝোলানো বাঁশ। এই ভাবেই রোগীকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে সোশ্যাল মাধ্যমে। মালদহের হবিবপুর ব্লকের মেস্তরপাড়া গ্রামের ঘটনা। আদিবাসী অধ্যুষিত গ্রাম মেস্তরপাড়া। গ্রামে প্রায় দুই কিলোমিটার রাস্তা বেহাল। এখনও কাঁচা রাস্তা। রাস্তায় বড় বড় খাদ, কোথাও ভাঙা। কোন ক্রমে এই রাস্তায় পায়ে হেঁটে যাওয়া যায়। যানবাহন চলাচলের একেবারেই অযোগ্য এই রাস্তা। মেস্তর পাড়া গ্রামের বছর সত্তরের বাসিন্দা কানু হেমরম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রচন্ড পেটে যন্ত্রণা শুরু হয়।
advertisement

পরিবারের লোকেরা টোটো বা অন্যান্য যানবাহন ডাকাডাকি করে। কিন্তু রাস্তা না থাকাই কোন গাড়ি গ্রামে পৌঁছাতে পারেনি। বাধ্য হয়ে বৃদ্ধার ছেলে অর্জুন হেমরম খাটিয়াতে করে অসুস্থ বাবাকে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যায়। উপায় না থাকায় এভাবেই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়েছে তাঁর বাবাকে। চিকিৎসার কাছে নিয়ে যাওয়ার পর বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন ওই বৃদ্ধ। বৃদ্ধের ছেলে অর্জুন হেমব্রম বলেন, রাস্তা খারাপ আমাদের গ্রামের। সেই দিন বৃষ্টি পড়ছিল অ্যাম্বুলেন্স গাড়ি কিছুই গ্রামে আসে না তাই বাবাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে খাটিয়াই নিয়ে যাই। বর্তমানে বাবা কিছুটা সুস্থ রয়েছে।

advertisement

আরও পড়ুনWest Bardhaman News: প্রশিক্ষণের অভাবেই কি ঠিকা শ্রমিকদের প্রাণ যাচ্ছে বারবার? উঠছে প্রশ্ন

তবে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। এই প্রথম নয়, গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে বা প্রসূতিদের এই ভাবেই গ্রাম থেকে নিয়ে যেতে হয়। প্রশাসনের কাছে বহুবার দরবার করেছেন বাসিন্দারা। কিন্তু রাস্তা তৈরি হয়নি। গ্রামের বাসিন্দা মনসা সরেন বলেন, জন্ম থেকেই দেখছি গ্রামের রাস্তা খারাপ। অ্যাম্বুলেন্স গাড়ি কিছুই আসেনা। কেউ অসুস্থ হলে আমরা খাটিয়ায় নিয়ে যাই। প্রশাসনকে বহুবার বলেছি কিন্তু রাস্তা আজও হয়নি।

advertisement

View More

শুধুমাত্র প্রস্তুতি বা অসুস্থ ব্যক্তিদের নিয়ে নয়। গ্রামের রাস্তা না থাকায় উন্নয়ন থেকেও বঞ্চিত হচ্ছে হবিবপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত এই গ্রাম। স্থানীয় হবিবপুর পঞ্চায়েত প্রধান শ্রীনাথ হেমব্রম বলেন, ওই গ্রামের পঞ্চায়েত সদস্য রাস্তা খারাপের বিষয়টি আমাকে জানিয়েছে। আমি ঊর্ধ্বতন পক্ষকে জানিয়ে দ্রুত রাস্তা তৈরীর ব্যবস্থা করব।

আরও পড়ুনNaihati Boro Maa: অনলাইনেই দেওয়া যাবে পুজো, পাওয়া যাবে প্রসাদ! নৈহাটির বড়মার জন্য বিরাট আয়োজন

advertisement

সোশ্যাল মাধ্যমে খাটিয়ায় রোগীকে নিয়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এখন যদি রাস্তা তৈরি হয় এই আশাতেই রয়েছেন গ্রামের বাসিন্দারা।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: স্ট্রেচার নেই, প্রাণ হাতে করে খাটিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে রোগী, ভাইরাল ভিডিও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল