Naihati Boro Maa: অনলাইনেই দেওয়া যাবে পুজো, পাওয়া যাবে প্রসাদ! নৈহাটির বড়মার জন্য বিরাট আয়োজন

Last Updated:

Naihati Boro Maa: ভক্তদের মনের ইচ্ছে অনলাইনে শুনবেন নৈহাটির বড়মা! ব্যাপারটা কী জানেন? চমকে যাবেন

+
বড়মা

বড়মা কালী

উত্তর ২৪ পরগনা: নৈহাটির বড় মা কালীর মাহাত্ম্যের কথা জেলা, দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছেছে বিদেশেও। দেশে-বিদেশের নানান প্রান্তে তাই রয়েছেন অগণিত বড়মার ভক্ত। তবে সশরীরে সব সময় উপস্থিত হতে না পারলেও, তাঁরা চান বড়মার পুজো দেখতে, বড়মার পুজোর সঙ্গে যুক্ত হতে।
এমনকী মায়ের প্রসাদেরও আশা রাখেন অনেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার দেশ হোক বা বিদেশ হাতের মুঠোয় বড়মার দরবার। মনের ইচ্ছা থেকে পুজো, এমনকী প্রসাদের আবেদন-সহ নৈহাটির বড় মা কালীর পুজোর সঙ্গে অনলাইনের মাধ্যমে সরাসরি যুক্ত থাকতে পারবেন সকলে। ফলে কালীপুজোর দিন হোক বা সারাবছর, বড়মার কাছে পুজো দিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় মানুষের।
advertisement
বিদেশে থাকায় কালী পুজোতে অনেকেই আসতে পারেন না মার কাছে। তাদের কথা মাথায় রেখেই এবার ভক্তদের জন্য অ্যাপ আনল নৈহাটি বড়মা পুজো কমিটি। ফলে ঘরে বসেই অ্যাপের মাধ্যমে সরাসরি বড়মাকে পুজার্ঘ্য দিতে পারবেন ভক্তরা। জানা গিয়েছে, গুগল প্লে স্টোর থেকে ‘জয় বড় মা’ অ্যাপ ইনস্টল করে লগ ইন করতে হবে। সেখানেই দেওয়া যাবে নাম ঠিকানা ফোন নম্বর থেকে গোত্র সমস্ত তথ্যই। অ্যাপ সেই রয়েছে বড়মাকে পুজো দেওয়ার অপশন। সেখানে ক্লিক করেই কালী পুজো হোক বা অমাবস্যা, শনিবার মঙ্গলবার ইচ্ছা অনুযায়ী পুজো দিতে পারবেন ভক্তরা।
advertisement
advertisement
আরও পড়ুন: স্বপ্নে উঁচু থেকে পড়ে যান বার বার? আচমকা শরীর কেঁপে ওঠে? কী অর্থ এমন স্বপ্নের! কীসের ইঙ্গিত জানুন
এরপর পরিবারের সদস্যদের নামেও পুজো দিতে চাইলে, নাম গোত্রর ঠিকানা সহ লিস্ট তৈরিরও সুবিধা রয়েছে। শুধু তাই নয়, মার কাছে কোন বিশেষ মনবাসনা চাইলে তাও লিখে পাঠাতে পারবেন ভক্তরা। যা সরাসরি পৌঁছে যাবে বড়মার আসনে। লাল ডায়েরিতেই আপনার মনের কথা পড়বেন মা। দক্ষিণা দেওয়ার জন্যও অ্যাপস এ থাকছে বিশেষ ব্যবস্থা। ফলে কালীপুজোর আগে থেকেই কয়েকদিন যে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় পুজো দেওয়ার জন্য, যে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক মানুষদেরও তাদের বাড়তি সুবিধা হবে বলেই দাবি বড়মা পুজো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্যের।
advertisement
আরও পড়ুন: অবিশ্বাস্য! ভারতের ১০০ টাকা পাকিস্তানের কত টাকা জানেন? শুনলে চমকে উঠবেন!
ইতিমধ্যেই সুবিশাল বড়মার মূর্তি তৈরি হচ্ছে নৈহাটির অরবিন্দ রোডের নবনির্মিত মন্দিরের উল্টোদিকেই। পাশাপাশি ভক্তদের সুবিধার জন্য এলইডি স্ক্রিন বসানো হয়েছে যেখানে বড়মার পুজো সরাসরি বাইরে দাঁড়িয়েই দেখতে পাবেন লক্ষাধিক ভক্ত। নৈহাটি বড় মা কালী পুজো সমিতির তরফ থেকে জানানো হয়েছে, অনলাইনে এর মাধ্যমে যারা বড়মার প্রসাদ চাইবেন, তাদের কাছেও শুকনো প্রসাদ পৌঁছে দেওয়া হবে। ফলে জয় বড়মা অ্যাপ নৈহাটির বড় মা কালীকে পৌঁছে দিল দেশ-বিদেশের ভক্তদের ঘরে ঘরে বলেই মনে করছেন মার অগণিত ভক্তরা।
advertisement
Rudra Narayan Roy 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Naihati Boro Maa: অনলাইনেই দেওয়া যাবে পুজো, পাওয়া যাবে প্রসাদ! নৈহাটির বড়মার জন্য বিরাট আয়োজন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement