IIT Kharagpur: বাংলার গর্ব, বিশেষ সম্মান পাচ্ছেন IIT খড়গপুরের ডিরেক্টর! কী সম্মান জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
IIT Kharagpur: বিশেষ সম্মানে ভূষিত হতে চলেছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর তথা বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক সুমন চক্রবর্তী। কারণ জানলে গর্ব হবে...
কলকাতা: বিশেষ সম্মানে ভূষিত হতে চলেছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর তথা বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক সুমন চক্রবর্তী। ‘আইআইএসসি বেঙ্গালুরু’-র তরফে অধ্যাপককে দেওয়া হচ্ছে ‘বিশিষ্ট প্রাক্তন ছাত্র ২০২৫’ পুরস্কার।
বুধবারই IISc Bangalore-এর তরফে আইআইটি খড়গপুরের কর্তৃপক্ষকে এই কথা জানানো হয়। এর পরে বৃহস্পতিবার IIT কর্তৃপক্ষ প্রেস বিবৃতি জারি করে পুরো বিষয়টি জানায়।
আরও পড়ুন: প্ল্যাটফর্মে উপচে পড়ল ভিড়, রেলস্টেশনে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না! শনিবার রাতে শিলিগুড়ি জংশনে হই হই কাণ্ড
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক সুমন চক্রবর্তী চলতি বছরের জুন মাসে আইআইটি খড়গপুরের ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই পুরস্কার পাওয়ার খবর শুনে কী বলছেন তিনি? IISc Bangalore-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশিষ্ট প্রাক্তন ছাত্র পুরস্কার পাওয়া যে কতটা গর্বের ও মর্যাদার, তা জানিয়েছেন সুমন চক্রবর্তী।
advertisement
advertisement
আরও পড়ুন: দু’বছর পার, পাকিস্তানের কালকুঠুরিতে দুই বাঙালির কী করুণ দিনযাপন! পরিবারের বুকচাপা আর্তি, ঘরের ছেলে ঘরে ফিরুক
view commentsএর আগেও একাধিক বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন অধ্যাপক চক্রবর্তী। স্বাস্থ্য পরিষেবায় স্বল্প খরচে বিভিন্ন রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি ইতিমধ্যেই ইউনেসস্কোর পৃষ্ঠপোষকতায় ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অফ সায়েন্স’-এর বিশেষ পুরস্কার, ‘ইনফোসিস পুরস্কার-২০২২’, ‘শান্তিস্বরূপ ভাটনগর সম্মান’-সহ একাধিক পুরস্কার পেয়েছেন। ২০২৩ সালে তিনি উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষক সম্মান পেয়েছেন। ২০২৪ সালে এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকাতেও তিনি জায়গা করে নিয়েছিলেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 24, 2025 9:39 AM IST

